নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
ধান কাটা নিয়ে বচসাকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলো বেলিয়াতোড়ের ভালুকাপাহাড়ী এলাকায়।এই ঘটনায় গুরুতর আহত এক জন বেলিয়াতোড় গ্রামীণ হাসপাতালে ভর্তি আছেন।
খবরে প্রকাশ,স্থানীয় গোবর্ধনপুর গ্রাম থেকে পাশের ভালুকাপাহাড়ী গ্রামের দিলীপ ঘোষ ও ধনঞ্জয় মণ্ডলের জমিতে প্রায় কুড়ি জনের মতো দিন মজুর ধান কাটতে যেতেন।এদের মধ্যে বেশীরভাগই মহিলা ছিলেন।
অন্যান্য দিনের মতো এদিনও ঐ দু’জনের জমিতে ধান কাটতে যাওয়ার পথে ঐ গ্রামের জনৈক অভিজিৎ ঘোষ পথ আটকায়।ঐ শ্রমিকদের তার জমিতে কাজ করার দাবী জানায়। শ্রমিকরা তা অস্বীকার করলে অভিজিৎ ঘোষ অন্যান্যদের সঙ্গে নিয়ে মহিলা শ্রমিকদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে ভর্তি। আক্রান্ত শ্রমিকরা অভিজিৎ ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুনঃ যাত্রী হেনস্তার অভিযোগ রেল সিভিক পুলিশের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584