নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কথায় আছে বাঘে ছুলে আঠার ঘা! আর আহত বাঘ হলে তো আর কথাই নেই। কিন্তু আহত বাঘ কামড়ানোর পর বেচে গেছেন এক জন। তবে শেষ রক্ষা হয় নি চিতাবাঘের। জখম চিতাবাঘকে উদ্ধার করে দক্ষিন খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই চিতাবাঘটির মৃত্যু হয়েছে। এই ঘটনায় সোমবার সকাল থেকে ব্যাপক শোরগোল পড়ে যায় বন দফতরের কর্তাদের মধ্যে।
কিন্তু বনকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকার মানুষেরা আহত চিতাবাঘকে মৃত বলে ছবি তুলতে শুরু করে। এক ব্যক্তি খুব কাছে থেকে ছবি তুলতে গেলে তার উপর হামলে পরে চিতাবাঘটি। একেবারে ঘাড়ে কামড় দিয়ে রাস্তার পাশে নালায় ওই ব্যাক্তিকে টেনে নামায় চিতাবাঘটি। যদিও বাঘ আহত থাকায় বেশিক্ষন আক্রমন করতে পারে নি চিতাটি।
নিজের চেষ্টার চিতার মুখ থেকে ছাড়া পায় ওই ব্যক্তি। পরে নিজে থেকেই উঠে এলাকা ছেড়ে পালায় আক্রান্ত ব্যাক্তি। পরে ঘটনাস্থলে দলগাও ফরেস্ট ও জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শক্ত প্লাস্টিকের জাল দিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ার দক্ষিন খয়ের বাড়ি ব্যাঘ্র পূনর্বাসন কেন্দ্রে নিয়ে যান। পথেই চিতাবাঘটির মৃত্যু হয় বলে জানিয়েছেন জলদাপাড়া বন্যপ্রান বিভাগের ডি এফ ও কুমার বিমল।
আরও পড়ুনঃ বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত লেপার্ড
তিনি আরও জানান, খয়েরবাড়ি নিয়ে যাওয়ার পথে ১১ টা নাগাদ ওই লেপার্ডের মৃত্যু হয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করে দেখছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584