মনিরুল হক,কোচবিহারঃ
দুটি পৃথক দুর্ঘটনায় আহত হলেন ৬ জন।প্রথম দুর্ঘটনাটি ঘটে দিনহাটা-২ ব্লকের বুড়িরহাট এলাকায়।বুধবার রাতে রাস্তার ধারে ৫ জন যুবক বসে গল্প করছিলেন।সেই সময় নাজির হাট থাকে একটি বাইকে ২ জন দ্রুত গতিতে এসে ওই বসে থাকা ৫ যুবকদের ওপর এসে পড়ে।ওই ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।পরে তাদের অবস্থার অবনতি হলে ওই পাঁচজনকে কোচবিহার এমজেএন হাসপাতালে স্থানান্তরীত করা হয়।
অপরদিকে কানে মোবাইল নিয়ে দ্রুত গতিতে যাওয়ার পথে দারিয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলো একটি বাইক।দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক চালক মনসুরা আলি মিয়া(৩৫)।তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে কোচবিহারে পাঠানো হয়।বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের প্রান্তিক বাজারের কাছে।আহত ওই যুবকের বাড়ি পুটিমারি গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ির মিলন বাজার এলাকায়।স্থানীয়রা জানিয়েছেন,বুধবার রাতে একটি পণ্যবাহী ট্রাক প্রান্তিক বাজারের কাছে দারিয়ে ছিল।সে সময় আহত যুবক মোবাইলে কথা বলতে বলতে দ্রুত গতিতে বাইক নিয়ে এসে ট্রাকে ধাক্কা মারে।দাঁড়িয়ে থাকা ট্রাকের নিচে ঢুকে যায় বাইকটি।
আরও পড়ুনঃ শোভাগঞ্জে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী
রাস্তায় ছিটকে পরে বাইক চালক।তার মাথা ফেটে গেছে।স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।বাইক চালক আহত যুবকের মাথায় কোন হেলমেট ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584