মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল ও বিজেপির সংঘর্ষে দুই পক্ষের দুই জন আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শিতলখুচি ব্লকের ডাকঘোরা এলাকায়।ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপির কর্মী সমর্থকদের অভিযোগ,দলের প্রার্থীর সমর্থনে ডাকঘোরা এলাকায় কর্মী-সমর্থকরা পতাকা লাগাচ্ছিল।সেই সময় তৃনমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের উপর চড়াও হয়।তাতে আহত হন বিরোধ বর্মণ নামে এক বিজেপি কর্মী।অন্যদিকে তৃণমূলের সুশীল বর্মণ নামে এক কর্মীর আহত হয় বলে জানা যায়।আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিতলখুচি থানার পুলিশ। পুলিশের চেষ্টায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে।
পুলিশ জানিয়েছেন, ওই ঘটনার আহত হয়েছে দুইজন। তাদের মধ্যে একজন হল সুশীল বর্মণ ও বিরোধ বর্মণ। শিতলখুচি ব্লকের ডাকঘোরা এলাকায় দলীয় পতাকা নিয়ে বিবাদ লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শিতলখুচি থানার পুলিশ।
এবিষয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য হেমচন্দ্র বর্মণ বলেন,“আমাদের দলের প্রার্থীর সমর্থনে ডাকঘোরা এলাকায় কর্মীরা পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃনমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর চড়াও হয়। সেখানে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তাতে আমাদের কর্মী বিরোধ বর্মণ আহত হয়। সে বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শিতলখুচির বিধায়ক হিতেন বর্মণ বলেন, “এদিন ডাকঘোরা এলাকায় বিজেপির বাইরে থেকে কিছু গুন্ডা এনে আমাদের কর্মীদের হুমকি দেয়। সেই সময় আমাদের কর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলে আমাদের কর্মীদের উপর বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়। তাতে আমাদের কর্মী সুশীল বর্মণ আহত হয়।এমনকি আমাদের কর্মীদের উপর পাথর ছুঁড়তে থাকে। স্থানীয় কর্মীরা তাকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা তুফানগঞ্জে, আহত ৭
বহিরাগত দুষ্কৃতীদের এনে বিজেপি এলাকা উত্তেজনা সৃষ্টি করতে চায়। পুলিশকে জানানো হয়েছে যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক।”
ঘটনায় চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584