দিনহাটায় ট্রাক্টর উল্টে আহত দুই

0
76

মনিরুল হক,কোচবিহারঃ

Seriously injured two by Pressed down At tractor
নিজস্ব চিত্র

ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে গুরুতর জখম হলেন এক কিশোর সহ দুই জন।আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,ওই দুর্ঘটনায় আহত হয়েছেন রাফসান মিয়া(১৫) ও ওই ট্রাক্টরের ড্রাইভার রঞ্জিত বর্মন(১৯)। আজ দুপুরে ওই ঘটনাটি ঘটেছে দিনহাটা ২নং ব্লকের বুড়িরহাটের কুকুরকচুয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে একটি ট্রাক্টরে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি।ওই ঘটনায় ট্রাক্টরে থাকা চালক ও এক কিশোর ট্রাক্টরের তলায় চাপা পড়ে।

আরও পড়ুনঃ গাজোলে বাইক দুর্ঘটনাতে দুই যুবকের মৃত্যু

প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মিয়াঁ জানান, “আমি আলু ক্ষেতে ওষুধ স্প্রে করছিলাম। হঠাৎ একটি বিকট শব্দ হয়। ঘুরে তাকাতেই দেখি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে গিয়েছে।দৌড়ে গিয়ে দেখি ওই ট্রাক্টরের নিচে চাপা পড়েছে।এরপর অন্যরাও ছুটে আসে,আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।” এদের মধ্যে রাফসান মিয়ার মাথা ফেটে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।জানা গিয়েছে, ওই ট্রাক্টরটি দ্রুত গতিতে থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ এসে ট্রাক্টরটি আটক করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here