নিজস্ব সংবাদদাতা,কর্ণসুবর্ণঃ
রাত-দুপুরে ছুরি নিয়ে আক্রমনের ঘটনা ঘটলো বহরমপুর থানার অন্তর্গত কর্ণসুবর্ণ এলাকায়।গুরুতর জখম হয় এক যুবক ; তাকে কর্ণসুবর্ণ হাসপাতালে ভর্তি করা হয়।আহত যুবকের নাম মেহেজল শেখ ,বয়স চব্বিশ বছর।যুবকের বাড়ি বাতিডাঙ্গা গ্রামে ।
রাতের দিকে অবস্থার অবনতি ঘটতে থাকলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
সন্ধের দিকে বাইক নিয়ে গোকর্ণ থেকে
কর্ণসুবর্ণ আসার সময় রেলগেট পরে থাকতে দেখে ঘুরে ডাবকাই গ্রামের সাঁকো পথ দিয়ে পার হতে যায় সে।একটু নিরীবিলি এলাকা পেয়েই হয়ত অভিসন্ধি পূরণ করতে উদ্যত হয় আক্রমনকারীরা।ছুরি দিয়ে আঘাতে শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে,বিশেষত মাথা মুখ ও কানে।শক্ত বাট জাতীয় কিছু দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তা নিয়ে রহস্য দানা বাঁধছে।স্থানীয় সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে ব্যক্তিগত শত্রুতা জেরেই এই ঘটনা। আবার অনেকে মনে করছেন ঘটনাটি যেখানে ঘটেছে সেটা লোকালয় থেকে খুব দূরে নয় তাই স্থানীয় কারো সাহায্য ছাড়া এরকম ঘটনা ঘটার কথা নয়।ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও পড়ুনঃ অবৈধ সম্পর্কের জেরে প্রতিবন্ধী গৃহবধূকে হত্যা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584