শ্যামল রায়,কালনাঃ
শনিবার কালনায় মোবাইল থেকে আগুন ধরে যায় মারাত্মকভাবে জখম হলেন এক যুবক।জখম যুবকের নাম জাবির আলী শেখ।বাড়ি নাদন ঘাট থানার অন্তর্গত নশরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ায়।জানা গিয়েছে যে শনিবার জাবির আলী শেখ মোবাইলটি প্যান্টের পেছনের পকেটে রেখে দিয়েছিলেন।ওই সময় কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিলেন ওই যুবক,হঠাৎ করেই পিছনের পকেটে রাখা মোবাইলটিতে আগুন ধরে যায়।প্যান্টটি দাও দাও করে আগুন জ্বলতে থাকে।অগ্নিদগ্ধ জাবির আলী শেখের বন্ধু মোবারক মন্ডল জানিয়েছেন যে বন্ধু পিছনের প্যান্টের ব্যাগে রেখে দিয়েছিলেন মোবাইলটি,হঠাৎ করেই সে দেখতে পায় প্যান্টটি আগুন ধরে গেছে মোবাইল থেকে।হাত দিয়ে প্রথমে সে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করার চেষ্টা করে কিন্তু প্যান্টের পকেট থেকে মোবাইলটি বের করতে ব্যর্থ হন।তারপর দ্রুত প্যান্টটি খুলে ফেলা হয়।
জানা গিয়েছে যে মোবাইলটির বিপত্তিতে তার শরীরের অনেকটাই অংশ পুড়ে গিয়েছে।এছাড়াও তার একটি হাত ও পুড়ে গিয়েছে।ভর্তি কালনা মহকুমা হাসপাতালে।
এই ঘটনা ঘিরে ঘিরে যারা মোবাইল ব্যবহার করেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে।
হতবাক আহত জাবির আলী শেখ।তিনি বুঝতেই পারছেন না কেন বা কি কারনে মোবাইলটিতে আগুন ধরে গেল।তবে এই ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584