মিছিল ঘিরে গুসকরায় প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

0
117

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

দলীয় কর্মসূচিতে ডাক না পাওয়ার অভিযোগ তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গুসকরার বিদায়ী কাউন্সিলর মল্লিকা চোঙদার সরব হলেন। তিনি অভিযোগ করেন, তৃণমূল দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে একসঙ্গে চলার নির্দেশ দিয়েছেন। অথচ গুসকরায় একদল নেতা সেই নির্দেশ অমান্য করছেন। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে চাননি।

rally | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ ফালাকাটায় বেআইনি আফিম চাষ রুখতে অভিযান

প্রসঙ্গত দিল্লিতে অশান্তির প্রতিবাদে তৃণমূল নেতা-কর্মীদের একাংশ এলাকায় মিছিল করে গুসকরায়। বিধায়ক অভেদানন্দ থান্ডার সেই মিছিলে ছিলেন। কোন বিদায় কাউন্সিলরকে এই কর্মসূচিতে দেখা যায়নি। বিদায়ী উপ-পুরপ্রধান চাঁদনীহারা মুন্সীর অভিযোগ, মিছিলে যাওয়ার কথা তাঁকে কেউ বলেননি।

allegation | newsfront.co
গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। চিত্রঃ ফেসবুক

মল্লিকাদেবীর বক্তব্য, তৃণমূলের জন্মলগ্ন থেকে দল করার পরেও সাধারণ সক্রিয় কর্মী হিসেবে তিনি ডাক পাননি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বিদায়ীদের এই অভিযোগ অবশ্য মানতে চাননি গুসকরা শহর তৃণমূল সভাপতি কুশল মুখোপাধ্যায়। তিনি জানান, সব কর্মীদেরই যোগ দেওয়ার কথা বলা হয়েছিল। কে কি কারনে আসেননি তা তিনি বলতে পারবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here