তৃণমূল নেতাদের নামে দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর কাছে খোলা চিঠি

0
105

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এবার তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি, অঞ্চলের যুব সভাপতির নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরই পুরােনো কর্মীরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে খোলা চিঠি ছড়ালো এলাকায়।

TMC party office | newsfront.co
নিজস্ব চিত্র

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কোতোয়ালী থানার অন্তর্গত পাঁচখুরি ৬/১ অঞ্চলে।পোস্টারে আমপান থেকে শুরু করে রেশনের চাল, বিপিএল কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি করার অভিযোগ তুলেছেন এলাকার পুরোনো তৃণমূল কর্মীরা।

Village | newsfront.co
নিজস্ব চিত্র

এই দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন পঞ্চায়েত প্রধান সুমিতা ফৌজদার,পঞ্চায়েত সদস্য সুনিতা মহাপাত্র, ৩৫ নম্বর বুথের জব সুপার সঞ্জয় মহাপাত্র, পাঁচখুরি ৬/১ অঞ্চলের যুব সভাপতি মলয় আড়ি সহ ১০ জন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই অভিযোগ সম্বলিত খোলা চিঠি পাঁচখুরি ৬/১ অঞ্চলের বিভিন্ন যায়গায় সোমবার ছড়িয়ে থাকতে দেখা যায়।

Dilip Hembram | newsfront.co
দিলীপ হেমব্রম, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

যদিও এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, এই কাজ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলকে কলঙ্কিত করার জন্য করেছে। কারণ এলাকার উন্নয়ন যেভাবে হচ্ছে তাতে করে সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে আছে, তাই এলাকার প্রধান থেকে অঞ্চল নেতৃত্বকে বদনাম করার জন্য তাদের নামে এই ধরনের মিথ্যে অপপ্রচার শুরু করেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।

আরও পড়ুনঃ বীরভূমে বিজেপি – তৃণমূল সংঘর্ষ

যদিও স্থানীয় বিজেপির বুথ সভাপতি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এইসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ঘটেছে, এই বিষয়ে বিজেপি কিছুই জানেনা। তবে এলাকার রাস্তাঘাট যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, সেই ছবি উঠে এসেছে।

আরও পড়ুনঃ ১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার! অর্জুনের বিরুদ্ধে এফআইআর অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের

এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ মিলেছে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে। যদিও সমস্ত বিষয়টি স্থানীয় তৃণমূল নেতৃত্ব জেলা নেতৃত্বকে জানিয়েছেন বলে জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here