তৃণমূলের গোষ্ঠী কোন্দলে বন্ধ গ্রামের রাস্তার কাজ

0
62

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

স্বাধীনতার পর কাদামাটির প্যাঁচপ্যাঁচে রাস্তা দিয়ে যেতে হয় শতাধিক পরিবারকে। বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও আজও মেলেনি সমাধান। বাধ্য হয়ে প্যাঁচপ্যাঁচে কাদায় রাস্তার উপর দাঁড়িয়ে বিক্ষোভে সামিল হল নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দুর্গাপুরের গ্রামবাসী।স্বাধীনতার পর আজও গ্রামে রয়ে গিয়েছে মাটির রাস্তা।

villagers | newsfront.co
নিজস্ব চিত্র

২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দুর্গাপুরে ইঁটের রাস্তার জন্য পরিকল্পনা করে জেলা পরিষদ । আবু বক্করের বাড়ি থেকে প্রবীর মাইতির বাড়ি পর্যন্ত হবে রাস্তা।যা শুনে স্বস্তি মিলেছিল গ্রামবাসীদের। আজও হয়নি কিছুই।বাইশ হাজার ইঁটে শুরু হয় কাজ। কিন্তু অসম্পূর্ণ থেকে যায় ২২৭ নম্বর বুথের রাস্তাটি। গ্রামবাসীদের অভিযোগ প্যাঁচপ্যাঁচে কাদায় যাতায়াতে সমস্যায় পরেন সবাই।

Aparna Dinda | newsfront.co
অপর্ণা দ্বিন্দা। নিজস্ব চিত্র

মুমূর্ষু রুগী থেকে কচিকাচাদের যাতায়াতে বিগ্ন ঘটে। এই রাস্তা দিয়ে চাষীদের ফসল থেকে অঙ্গনওয়ারি স্কুলের কাচিকাচা, গর্ভবতী মহিলারা অতি কষ্টে যাতায়াত করেন। দুর্ঘটনার কবলে পড়েন গ্রামবাসীরা। বারংবার শিবরামপুর গ্রামপঞ্চায়েতের তৃণমূল সদস্য অপর্ণা দ্বিন্দাকে জানিয়েও মেলেনি সুরাহা। যে পর্যন্ত ইঁটের রাস্তা হয়েছিল তা আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।

Kamini Middya | newsfront.co
কামিনী মিদ্যা, স্থানীয় গৃহবধূ। নিজস্ব চিত্র

কদিন আগে কোটালের জলে জলমগ্ন হয়ে রয়েছে ২২৭ নং বুথের রাস্তাটি। রাস্তার কারণে গ্রামে আসতে চাইছেননা বাইরের মানুষজন। ফলে একঘরে হয়ে পড়েছে দক্ষিণ দুর্গাপুর গ্রাম। পঞ্চায়েত সদস্যা অপর্ণা দ্বিন্দার দাবি শিবরামপুর তৃণমূল অঞ্চল সভাপতি বীরেন্দ্রনাথ গিরি সহ বুথ সভাপতি সঞ্চয় আদক হতে দিচ্ছেনা রাস্তা।

Sekh Mahajul | newsfront.co
শেখ মাহাজুল, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এই গ্রামের আরও একটি রাস্তা সুন্দরবন উন্নয়ন দফতর থেকে হওয়ার কথা। উত্তম ভুঁইয়ার বাড়ি থেকে দুর্গাপুর খেয়া । যার দৈঘ্য ১৩৫০ মিটার, ৭৫ লক্ষ টাকা ব্যয়ে হওয়ার কথা। কিন্তু কাজ সঠিকভাবে না হওয়ায় বাধা দেয় সদস্যা অপর্ণা দ্বিন্দা। তারপর থেকে তাকে পঞ্চায়েতের সব রকমের কাজ থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ এনআইএ-র জেরা শেষে রাতে করম পুজোয় মাতলেন ছত্রধর

Birendranath Giri | newsfront.co
বীরেন্দ্রনাথ গিরি। নিজস্ব চিত্র

যদিও বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন শিবরামপুর অঞ্চল তৃণমূল সভাপতি বীরেন্দ্রনাথ গিরি। মাটির রাস্তা নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ২২৭ নং বুথের বিজেপির বুথ সভাপতি সোহাগ সুন্দর করনের নেতৃত্বে দেখানো হয় বিক্ষোভ। আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। একই সুর ব্লক কংগ্রেস নেতা তারক মাইতির। গ্রামে একাধিক জায়গায় রয়েছে রাস্তা নিয়ে সমস্যা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here