নির্মাণসামগ্রী সরবরাহ নিয়ে দু’দলের সংঘর্ষে রণক্ষেত্র বেহালার পর্ণশ্রী

0
132

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নির্মণসামগ্রীর ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার রাতে রণক্ষেত্রের চেহারা নেয় বেহালার পর্ণশ্রী। অভিযোগ, এদিন দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন স্থানীয় ৪ যুবক। ভাঙচুর হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

Murder | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে খবর, বিশ্বজিৎ বিশ্বাস নামে স্থানীয় এক যুবক পর্ণশ্রী এলাকায় নির্মাণসামগ্রী সরবরাহের ব্যবসা করতেন। এলাকা দখল করতে বৃহস্পতিবার রাতে তাঁর ওপর মত্ত অবস্থায় হামলা চালায় জয় দাস ওরফে গুলে নামে এক দুষ্কৃতী ও তার দলবল। তাদের কাছে ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্রও ছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা

ওই দুষ্কৃতিদের হাতে বিশ্বজিৎবাবুকে আক্রান্ত হতে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁর সহকারীরা। তখন তাঁদের ওপরেও ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় ওই দুষ্কৃতীদল। অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। আগ্নেয়াস্ত্র বার করে এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা হয় বলে জানায় স্থানীয়রা।

আরও পড়ুনঃ লালবাজারে করোনা আক্রান্ত অন্যতম শীর্ষ পুলিশকর্তা যুগ্ম কমিশনার সদর

দুপক্ষের সংঘর্ষে গভীর রাতে উত্তপ্ত হয়ে ওঠে বেহালার পর্ণশ্রীর মুচিপাড়া এলাকা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর এলাকার দখল নেয় পুলিশ। আহতদের করা অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here