সংবাদ প্রকাশের জন্য বিজ্ঞাপনের লভ্যাংশ দাবি করে গুগলকে চিঠি আইএনএসের

0
65

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিজেদের সাইটে সংবাদ প্রকাশের জন্য প্রকাশক সংস্থাকে অর্থ দিতে হবে ফেসবুক, গুগলের মতো সংস্থাকে, সম্প্রতি এই আইন এনেছে অস্ট্রেলিয়া। এবার সেই রাস্তায় হেঁটেই গুগলের লাভের বিষয়টি নিয়ে সরব হয়েছে দ্য ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি (INS)।

google | newsfront.co

গুগলকে চিঠি লিখে সংবাদপত্রে প্রকাশিত খবরের (কনটেন্ট) জন্য বিজ্ঞাপনের আয়-এর যথাযোগ্য বণ্টনের দাবি তুলেছে আইএনএস।চিঠিতে আইএনএসের সভাপতি এল আদিমুলাম গুগল ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সঞ্জয় গুপ্তকে জানিয়েছেন, গুগলের উচিত বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ থেকে প্রকাশককে ৮৫ শতাংশ অর্থ দেওয়া।

আরও পড়ুনঃ সরকারি আওতায় না আনলেও কড়া নজরদারি ডিজিটাল মিডিয়ার উপর, নয়া আইন কেন্দ্রের

তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের জন্য খবরের জায়গায় যথেষ্ট ব্যয় করে হাজার-হাজার সাংবাদিককে নিয়োগ করে সংবাদপত্র। তাই সংবাদপত্র যে খবর প্রকাশ করে, তার জন্য তথ্যপ্রযুক্তি সংস্থার টাকা দেওয়া উচিত।রেজিস্ট্রার্ড নিউজ পাবলিশার্সের এডিটোরিয়াল কনটেন্টকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথাও তুলেছে আইএনএস।

সেই পরিস্থিতিতে প্রকাশকদের মুনাফার অংশ বাড়িয়ে ৮৫ শতাংশ করার পাশাপাশি মুনাফা সংক্রান্ত রিপোর্টের ক্ষেত্রেও স্বচ্ছতা আনার জন্য গুগলকে আর্জি জানিয়েছে আইএনএস।দেশের গণমাধ্যম সংক্রান্ত এক ঐতিহাসিক আইনে অস্ট্রেলিয়া সরকার নির্দেশ জারি করেছে যে, স্থানীয় সংবাদ পরিবেশনের জন্য এবার থেকে গুগল-ফেসবুকের মতো বহুজাতিক সংস্থাগুলিকে সেই সংবাদ প্রকাশকদের অর্থ দিতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here