মিড ডে মিলে পোকা ঘিরে ধুন্ধুমার কাণ্ড

0
75

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের টিকরবাড়িয়া কাজী নজরুল হাই স্কুলের মিড ডে মিলের চালে পোকা।পোকা দেখে অভিভাবকরা ক্ষুদ্ধ হয়।অভিভাবকদের অভিযোগ, “আমরা সাধারণত আশে পাশেই থাকি।মাঝে মধ্যে ছেলেমেয়েদের জিজ্ঞাসাবাদ করি ঠিকঠাক মিডডে মিলের খাবার পাই কিনা।”

নিজস্ব চিত্র

এক অভিভাবকের অভিযোগ গত কয়েক দিন আগে বাড়ির ছেলে জানাই খাবারে গন্ধ।
সেই সূত্রপাত।মিড ডে মিলের খাবার রান্নার সময় দেখে চালে পোকা, ক্ষুদ্ধ হয় অভিভাবকেরা।

insect in mid day meal | newsfront.co
নিজস্ব চিত্র
ইসলাম আলি,অভিভাবক।নিজস্ব চিত্র

স্কুলের ছাত্ররা জানিয়েছেন আমরা অনেক আগেই জেনেছি তবে শিক্ষকদের জানাতে ধমক দেয়।অন্যদিকে রাঁধুনি বলেন,তাঁরাও শিক্ষককে জানিয়ে রান্না করেন।তিনি আরও বলেন শিক্ষকরা বিডিও কে জানিয়েছেন সমস্ত বিষয়।

মোহাঃ বেল্লাল হোসেন,প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র
উর্মিলা বিবি,রাঁধুনি।নিজস্ব চিত্র
নইম শেখ,ছাত্র।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মিড ডে মিল এ পোকা থাকায় স্কুলে বিক্ষোভ অভিভাবকদের

গোটা বিষয়টি এলাকার গ্রাম পঞ্চায়েত মেম্বার,পঞ্চায়েত সমিতির মেম্বার সহ অঞ্চল সভাপতি জলঙ্গী থানার পুলিশ এসে অভিভাবকদের নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here