নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার দুপুরে খড়গপুরে মানস ভুঁইয়ার সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতাও তাঁর বক্তৃতায় মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ শানান।খড়গপুরের বিধায়ক দিলীপবাবু।
আরও পড়ুনঃ মমতাকে বাংলার বাঘ বলে উল্লেখ চন্দ্রবাবু নায়ডুর

এ দিন মমতা বলেন, “এখানকার বিজেপি বিধায়ক কোনও কাজ করেন না।উনি গদাবাবু।সারাদিন শুধু গদা নিয়ে ঘুরে বেড়ান।” এখানেই থামেননি তিনি।এরপর বলেন, “বিজেপি আসছে না। দিলীপ ঘোষ জিতছে না। একটা এমএলএ-কে কী ভাষায় কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না।কাউকে সম্মান দেয় না। পলিটিক্সটাকে পুরো নষ্ট করে দিয়েছে।”
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584