অনুব্রত-অনুপম মধ্যাহ্নভোজ প্রসঙ্গে,’যাহাই তৃণমূল তাহাই বিজেপি’ মত সূর্য্যর

0
92

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র

ফের তৃণমূলকে চোর বলে আখ্যা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র
Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের ভোট প্রচারে এসে এমনই আখ্যা দেন সূর্যকান্ত মিশ্র।তিনি আরও বলেন ইতিমধ্যেই গোটা রাজ্যে চার দফা ভোট হয়ে গিয়েছে,সেই নিয়ে সিপিএম তাবড় নেতা সূর্যকান্ত মিশ্রর কটাক্ষ করে বলেন যত দফা ভোট হচ্ছে মোদীর দফারফা ততবার হচ্ছে।তিনি বলেন,লাল রং থাকবে গেরুয়া রং থাকবে নীল-সাদা রং থাকবে কিন্তু মোদী থাকবে না।এখানেই শেষ নয়,ইতিমধ্যেই বেশ কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গিয়েছিল এরাজ্যের প্রায় চল্লিশটি বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন।সেই নিয়ে সূর্যকান্তবাবু কটাক্ষ করে বলেন প্রধানমন্ত্রী কতটা নিচে নেমে এসেছেন।আমরা যখন সরকারে ছিলাম সেই সময় অন্য কোন দলের কর্মী থেকে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসেনি।আমার দলের কোনো নেতা কর্মীরা অন্য দলের নেতা কর্মীর সঙ্গে সম্পর্ক থাকলে তাঁদের তেইশ ঘণ্টার মধ্যে দল থেকে তাড়িয়ে দিই বলে মত প্রকাশ করেন সূর্য্যকান্ত বাবু।

Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র
Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র

অন্যদিকে গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে দেখা করা এবং মধ্যাহ্ন ভোজকে কটাক্ষ করে তিনি বলেন,এরাজ্যে কখনও দেখা যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছেন আবার কখনও দেখা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন তাহলেই বোঝা যাচ্ছে,যাহাই তৃণমূল তাহাই বিজেপি।

Insinuation of Surya to tmc bjp
নিজস্ব চিত্র

সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র,অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সারদার সমস্ত নথি লুকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী,সেই বিষয়ে সূর্যকান্তবাবু বলেন ওনার নিজের দোষ ঢাকতে একে অপরের উপর দোষারোপ করছে,প্রধানমন্ত্রী কি পারতেন না পাঁচ বছরে এই সারদা নারদা কাণ্ডের বিভিন্ন চোর গুলির বিরুদ্ধে কিছু করতে,চোরের মায়ের বড় গলা,এমনই কটাক্ষ করেন সিপিএম রাজ্য সম্পাদক। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সাতটি ব্যাগ সমেত বিমানবন্দরে আটকানো হয়,সেই সম্বন্ধে সিপিআই এম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন এই ব্যাপারে এখনও পর্যন্ত সেই সাতটি ব্যাগে কী ছিল তা এখনও প্রকাশ হয়নি।এমনকি এই সাতদিন পেরিয়ে গেল এফআইআর দায়ের করতে, এমনই ভাবে কটাক্ষ করেন সূর্যকান্ত মিশ্র।

আরও পড়ুনঃ কেষ্টর কাছে অনুপম,সৌজন্য বলে দাবী দিলীপের

এদিন দেবলীনা হেমব্রমের ভোট প্রচারে উপস্থিত ছিলেন,সিপিএম জেলা সম্পাদক তরুণ রায়,দিবাকর ভুঁইয়া সহ অন্যান্য সিপিএম নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here