বিশ্বভারতীতে সাদা কাগজে পড়ুয়াকে হোস্টেল ত্যাগের নির্দেশ

0
133

পিয়ালী দাস, বীরভূমঃ

সাদা কাগজে সিল-ছাপ ছাড়াই হাতে লেখা এক ফতোয়া নোটিশে ২৪ ঘন্টার মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ বিশ্বভারতীর এক ছাত্রকে! অপরাধ, উপাচার্যের বক্তব্য ভিডিও করে তা সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া। যা ঘিরে ফের নতুন করে তোলপাড় হয়েছে ক্যাম্পাস। গত ২৭ জানুয়ারি রাত্রে আচমকা হাতে লেখা এই নোটিশটি প্রকাশ্যে আসে। তাতে বিজ্জু সরকার নামে ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ২৪ ঘন্টার মধ্যে পূর্বপল্লী সিনিয়র বয়েজ হোস্টেল ছাড়ার নিদান দিয়েছেন বিশ্বভারতীর প্রক্টোর শঙ্কর মজুমদার। কারন হিসাবে নোটিশে উল্লেখ করা হয়েছে, বিজ্জু সরকার সাধারনতন্ত্র দিবসের দিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বক্তব্য মোবাইলে রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছেন। যে ভিডিওটি পরবর্তীতে ব্যবহৃত হয়েছে নানা মাধ্যমে এবং সেই ব্যবহারের ফলে নাকি উপাচার্যের মানহানি হয়েছে। তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমনই অজুহাত দেওয়া হয়েছে নোটিশে। আর এই ‘অপরাধে’র জন্য বিজ্জু সরকারকে লোটা কম্বল গুটিয়ে ২৪ ঘন্টার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‌‌‌প্রক্টোর নোটিশে লিখেছেন, এই নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনেই দেওয়া হয়েছে।

সাদা কাগজে নোটিশ। নিজস্ব চিত্র

স্বাভাবিকভাবেই এমন নোটিশ দেখে অবাক হয়েছে সব মহল। উপাচার্যের প্রকাশ্যে দেওয়া বক্তব্য ভিডিও করে তা সোশ্যাল মিডিয়া ছড়ানোর পেছনে সংশ্লিষ্ট ছাত্রের কী দোষ রয়েছে তা ভেবে পাচ্ছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় পাওয়া কে কী উদ্দেশ্যে বা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করেছেন তার জন্য বলির পাঁঠা কেন হতে হবে সাধারন একটি ছাত্রকে এই প্রশ্নও উঠতে শুরু করেছে।

বিশ্বভারতীর অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য ক্ষোভের সাথে জানিয়েছন, ‘‘এরকম আবার হয় নাকি। আরো একটি গা জোয়ারি সিদ্ধান্ত এটি। প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন উপাচার্য। তা মোবাইল বন্দী করার বা সোস্যাল মিডিয়ায় দেওয়ার কারনে কেন এক সাধারন ছাত্রকে এমনভাবে হেনস্থা করা হবে। বিশ্বভারতীতে এক মাৎস্যন্যায় চলছে। তাছাড়া নোটিশটি হাতে লেখা, নেই কোনো লেটার হেট, সিল।’’

এদিকে নোটিশ পাওয়ার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন ছাত্রটি। ভীত সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন তিনি। মঙ্গলবার বিজ্জু সরকার বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here