সুদীপ পাল,বর্ধমানঃ
চলতি বছরেই নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করবে রেল।রেল ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রায় দু’শো স্টেশনে বিমানবন্দরের মতো ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম’ (আইএসএস) ব্যবস্থা চালু করার। পূর্ব রেলের সাতটি স্টেশনে এই ‘ইন্টিগ্রেটেড সিকিওরিটি সিস্টেম’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে আসানসোল ডিভিশনের আসানসোল ও দুর্গাপুর স্টেশন রয়েছে তাছাড়া হাওড়া ডিভিশনের বর্ধমান স্টেশনও রয়েছে।নতুন নিরাপত্তা ব্যবস্থায় স্টেশনে গেট দিয়ে ঢোকার সময়ে বিমানবন্দরের যাত্রীদের মতো ‘সিকিউরিটি চেক’ করা হবে। মালপত্র প্রয়োজন অনুযায়ী স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করা হবে। নতুন নিরাপত্তা ব্যবস্থায় স্টেশনে কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। স্টেশনের প্রবেশপথ প্রস্থানের পথ সব আলাদা করে ঘিরে ফেলা হবে। বসানো হবে নতুন গেট। রেল পুলিশের পাহারা হবে আরো জোরদার। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আসানসোল ও দুর্গাপুর স্টেশনে ইতিমধ্যেই একশোটি করে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। আগের মতো স্টেশনে এসে বসে থাকা নয় ট্রেন আসার নির্দিষ্ট সময় আগে এসে চেকিং করে তারপরেই স্টেশনে ঢোকার ব্যাপার থাকবে। যাঁরা যাত্রীর নয় সেক্ষেত্রে একটি নির্দিষ্ট ব্যবধান পর্যন্ত তাঁরা যেতে পারবেন। রেল কর্তারা মনে করছেন,এর ফলে অপরাধমূলক কাজের প্রবণতা কমবে এবং যাত্রী নিরাপত্তা ও স্বাচ্ছন্দ আরো বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ঢাকনাবিহীন ম্যানহোলে বিপদের আশঙ্কা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584