হরষিত সিংহ,মালদহঃ
প্রতিবছরের মত এবারো মালদহ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃজেলা সন্তরণ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল শনিবার।তৃতীয় বর্ষে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় পাঁচটি জেলার প্রায় ১৫০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
এদিন উদ্বোধনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী,প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী,বিশিষ্ট শিক্ষাবিদ রাধাগোবিন্দ ঘোষ, জেলা ক্রীড়া সন্তরণ বিভাগের সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য অতিথি ও ক্রীড়া প্রেমিরা।দু’দিন ব্যাপি এই প্রতিযোগিতায় মালদহ, মুর্শিদাবাদ কলকাতা, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের প্রায় ১৫০ জন সাঁতারু পাঁচটি বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।দ্বিতীয় দিনে জেলা ক্রীড়া সংস্থার ৩১তম বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।রবিবার প্রায় ৬০০ জন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কলকাতা থেকে আগত সপ্তর্ষি দত্ত জানান, মালদহ জেলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে তাঁরাও খুশি।ক্রীড়া সংস্থার আতিথেয়তায় তাঁরা মুগ্ধ।তাঁরা ভবিষ্যতেও মালদহে এধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান।
আরও পড়ুনঃ চিকিৎসকের তৎপরতায় জীবন ফিরে পেল আড়াই বছরের সর্পদ্রষ্ট রুগী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584