প্রভিডেন্ট ফান্ডে কমল সুদের হার, আওতায় থাকা ৬কোটি মানুষের উপর পড়বে প্রভাব

0
408

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

প্রভিডেন্ট ফান্ডে(EPF) সুদের হার কমল। ২০১৯-২০ অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমে ৮.৫ শতাংশ হচ্ছে।২০১৮-১৯ সালে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমল .১৫ শতাংশ।

গ্রাফিক্স চিত্র

শ্রম মন্ত্রী সন্তোষ গাঙ্গোওয়ার এক বিবৃতিতে জানান যে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ এক বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে।সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের এই প্রস্তাব কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে। অর্থ মন্ত্রকের সিলমোহর পড়লেই নতুন সুদের হার কার্যকরী হয়ে যাবে।

কেন্দ্রীয় শ্রম মন্ত্রীর নেতৃত্বে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ(CBT) হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(ই.পি.এফ.ও) এর নিয়ন্ত্রক।

২০১৩-১৪ ও ২০১৪-১৫ আর্থিক বর্ষে ইপিএফে সুদের পরিমাণ ছিল ৮.৭৫ শতাংশ। ২০১৫-১৬ আর্থিক বছরে সেটা বাড়িয়ে ৮.৮ শতাংশে আনা হয়েছিল।২০১৬-১৭ আর্থিক বছরে সুদের হার কমিয়ে করা হয় ৮.৬৫ শতাংশ। ২০১৭-১৮ আর্থিক বছরে সেটা আরও কমিয়ে ৮.৫৫ শতাংশ করা হয়। ২০১৮-১৯ আর্থিক বছরে সেটা আবার বাড়িয়ে করা হয় ৮.৬৫ শতাংশ।

এই আর্থিক বছরে .১৫ শতাংশ সুদের হার কমায় পিএফের  আওতায় থাকা ৬ কোটি মানুষ ক্ষতির সম্মুখীন হবে, বিশেষ করে মধ্যবিত্তের ভাঁড়ারে পড়বে টান।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here