টিভির পর্দায় পালিত হচ্ছে ‘ইন্টারন্যাশনাল ক্রিমিয়াল জাস্টিস ডে’

0
69

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

Police Files
নিজস্ব চিত্র

১৭ জুলাই দিনটিকে ‘ইন্টারন্যাশনাল ক্রিমিয়াল জাস্টিস ডে’ হিসেবে পালন করা হয়৷ এই বিশেষ দিনটির কথা মাথায় রেখে আকাশ আট চ্যানেল তাদের জনপ্রিয় ক্রাইম শো ‘পুলিশ ফাইলস’-কে সাজিয়েছে বিশেষভাবে। ১২ জুলাই থেকে ১৮ জুলাই বিশেষ সপ্তাহ পালন করছে এই শো।

Crime show
ছবি: সংগৃহীত

প্রয়াত অশোক সুরানার ব্রেন চাইল্ড এই ডকু ফিকশন শো-তে এই সপ্তাহে দেখানো হচ্ছে বারাসাত থানার কামদুনি কাণ্ড, তমলুক থানার নরবলি কাণ্ড, বারাসাত থানার মনু কাণ্ড, বসন্ত বিহার থানার নির্ভয়া কাণ্ড, হলদিয়া থানার জ্বলত লাশ কাণ্ড, নাদিয়াল থানার বোনের কাটমুণ্ডু, কুমারগঞ্জ থানার কুমারগঞ্জ হত্যাকাণ্ড।

আরও পড়ুনঃ জুলাইয়ের ১৯ থেকে টিভির পর্দায় ‘ধুলোকণা’

Tele show
ছবি: সংগৃহীত

সত্য ঘটনাগুলিকে সত্যের মতো করে যত্নে সাজায় ‘পুলিশ ফাইলস’ টিম। আর সেই সব ঘটনাকে সুচারু বাচনভঙ্গি সমৃদ্ধ সঞ্চালনায় আরও বিশ্বাসযোগ্য করে তোলেন সুদীপ মুখোপাধ্যায়। ১২ থেকে ১৮ জুলাই দুপুর সাড়ে ১২ টা এবং রাত সাড়ে ৮ টায় দেখুন ‘পুলিশ ফাইলস’, আকাশ আটের পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here