নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা ভাইরাসের প্রকোপে জেরবার গোটা দেশ। সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। এহেন পরিস্থিতিতে দেশে আপাতত চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা।
শুক্রবার ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশে বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান চলাচল। আগে এই ডেডলাইন ছিল ৩১ জুলাই পর্যন্ত।
আরও পড়ুনঃ অবশেষে দেশে ফিরল চুরি হওয়া ঐতিহাসিক নটরাজ মূর্তি
উল্লেখ্য, করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন জারি করেছিল কেন্দ্র। এদিকে করোনার প্রভাবে দুর্বল হয়ে পড়ছে ভারতের অর্থনৈতিক অবস্থা। তাই ভারতের অর্থনীতিকে সচল করতে আনলক পর্ব শুরু হয়। ৩১ জুলাই অর্থাৎ আজই শেষ হবে আনলক – ২ পর্ব। দেশে আগামীকাল অর্থাৎ শনিবার চালু হচ্ছে আনলক – ৩। তবে এখনও একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ বহাল রাখা হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584