নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকবে। শুক্রবার এমনটাই জানালো ডিজিসিএ। তবে কার্গো বিমান ওঠানামার ক্ষেত্রে এই বিধি কার্যকরী নয়। এমনটাও জানিয়েছে সরকার নিয়ন্ত্রিত ওই সংস্থা। শোনা যাচ্ছে, শর্ত সাপেক্ষে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে বিমান পরিষেবা চালু হতে পারে জুলাইয়ের তৃতীয় কিংবা চতুর্থ সপ্তাহে।
আসলে বন্দেভারত অভিযানের জন্য এয়ার ইন্ডিয়ার একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছিল একাধিক বিমান সংস্থা। আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু নিয়ে কেন্দ্রের কাছে আরজিও জানায় সংস্থাগুলি। তবে তা সত্ত্বেও করোনা মোকাবিলায় পরিষেবা আপাতত বন্ধ রাখারই সিদ্ধান্ত নেওয়া হল।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, ২৫ জুলাই থেকে ঘরোয়া ওঠানামার ওপর নিয়ন্ত্রণ উঠলেও, আরও কয়েকদিন বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান। ডিজিসিএ’র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব আন্তর্জাতিক যাত্রী বিমান ওঠানামা বন্ধ থাকবে। শুধু বিশেষ সুপারিশ মেনে বাছাই করা কয়েকটি রুটে এই বিমান চলবে।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত রাখা হল
অন্যদিকে, ১ জুলাই থেকে কলকাতায় শর্তসাপেক্ষে মেট্রো পরিষেবা চালু করাতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কলকাতাতে আগামী মাসেই মেট্রোর চাকা ঘুরতে পারে। কিন্তু দেশের অন্যান্য রাজ্য হয়তো মেট্রো পরিষেবা শুরু করতে আরও খানিকটা সময় নেবে। এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584