প্রশান্ত ভূষণ মামলায় সুপ্রিমকোর্টের বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন আন্তর্জাতিক জুরি কমিশনের

0
90

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আইনজীবী প্রশান্ত ভূষণের বিরুদ্ধে আদালত অবমাননার ফৌজদারি মামলার বিরুদ্ধে দাঁড়াল আন্তর্জাতিক জুরি কমিশন। ভারতের আদালত অবমাননার আইনটিই খতিয়ে দেখার আবেদন আন্তর্জাতিক জুরি কমিশনের।

Prashant Bhushan | newsfront.co
ফাইল চিত্র

প্রশান্ত ভূষণের বিরুদ্ধে অবমাননা মামলায় দুটি দিন দোষী সাব্যস্ত করা(১৪ আগস্ট) ও সাজা ঘোষণা (৩১ আগস্ট) সুপ্রীমকোর্টের পর্যবেক্ষণ ও বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক জুরি কমিশন। কমিশনের মতে, যেভাবে সুপ্রীম কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছে তা আন্তর্জাতিক মান অনুযায়ী হয়নি, শুধু তাই ই নয়, সামগ্রিকভাবে মত প্রকাশের স্বাধীনতার অধিকারের পরিপন্থী।

কমিশন বিশদে জানিয়েছে, যেভাবে দুটো টুইটের জন্য একজন মানবাধিকার রক্ষার আইনজীবীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে তা শুধু সংবিধান নির্দেশিত মত প্রকাশের মৌলিক অধিকার কেড়ে নেওয়া নয় ; মানুষের মত প্রকাশ করার প্রাথমিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা।

আরও পড়ুনঃ বকেয়া মেটাতে টেলিকম সংস্থাগুলিকে ১০ বছর সময় দিল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক জুরি কমিশন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের এই আইন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা প্রয়োজন। মত প্রকাশের অধিকারে কিছু বিধিনিষেধ থাকলেও তা বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয় এবং শাস্তিযোগ্য অপরাধ হবে কিনা সে বিবেচনার প্রশ্নই উঠবে খুবই নগণ্য সংখ্যায়। এই রায় সাধারণ মানুষের চোখে আদালতের প্রতি আস্থা বাড়ায় না বরং যে কোনো আইনজীবীও এরপর থেকে মুখ বন্ধ রাখার ওপরেই ভরসা রাখবেন হয়তো।

আরও পড়ুনঃ প্রশান্ত ভূষণের ১ টাকা আর্থিক জরিমানার শাস্তি ঘোষণা সুপ্রিমকোর্টের

কমিশন এই বিষয়ে আরও বলেছে, আইনজীবীরা যদি অবমাননার অভিযোগের ভয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য হন তাতে বিচারব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। সাধারণ মানুষ তাঁদের মত প্রকাশের অধিকার যথাসম্ভব ভোগ করবেন এটাই স্বাভাবিক এবং আন্তর্জাতিক আইনের সাথে মানানসই। খুবই সামান্য কিছু বিধিনিষেধ থাকলেও সাধারণ একটা সমালোচনার অধিকার হরণ করা কোর্টের কাজ নয়।

১৮০০ র ওপর ভারতীয় আইনজীবী আন্তর্জাতিক জুরি কমিশনের সাথে রয়েছেন, কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্ট, ফৌজদারী অবমাননা আইন রিভিউ করুক প্রয়োজনে পরিবর্তন করা হোক আইনে। এছাড়াও প্রশান্ত ভূষণের পাশে দাঁড়িয়ে তাদের বক্তব্য জানিয়েছে বার হিউম্যান রাইটস কমিটি অফ ইংল্যান্ড এন্ড ওয়েলস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here