লকডাউনের বাধা কাটিয়ে ১১৭ দিন পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

0
45

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাকি আর মাত্র কয়েক ঘন্টা। লকডাউনের জের দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বন্ধ থাকার পর শুরু হচ্ছে ম্যাচ। করোনা ও লকডাউনের বাধা কাটিয়ে ১১৭ দিন পর ফিরতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটই নয়, মার্চের পর থেকে কোনও প্রতিযোগীতামূলক খেলা হয়নি বিশ্বের কোনও প্রান্তে। অবশেষে লকডাউনের দীর্ঘ ব্যবধান কাটিয়ে ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিতে চলেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।

stadium | newsfront.co
প্রস্তুতি। ছবিঃ আইসিসি টুইটার

আগামী ৮ জুলাই, বুধবার সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। খেলাটি হবে সাউদাম্পটানের হ্যাম্পশয়ার বোল-এ। ভারতীয় সময়ে দুপুর ৩ টে ৩০ মিনিটে শুরু হবে খেলা। লকডাউনের পর এটিই হতে চলেছে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। স্বাভাবিকভাবেই করোনা অতিমারির মধ্যে এই সিরিজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকবে তুঙ্গে।

১৩ মার্চ শেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ফাঁকা স্টেডিয়ামে। সিডনিতে ওয়ান ডে ম্যাচে অস্ট্রেলিয়া হারায় নিউজ়িল্যান্ডকে। তখন সবে ছড়াতে শুরু করেছে করোনার প্রকোপ কিন্তু অনেকে বুঝতে পারেনি, এমন দীর্ঘ বিচ্ছেদে থাকতে হবে ক্রিকেটের সঙ্গে।

বুধবার থেকে যে টেস্ট শুরু হতে যাচ্ছে, বলা যেতে পারে তা একেবারেই নজিরবিহীন। ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, কর্তা, সকলকে রাখা হচ্ছে সাউদাম্পটনের মাঠে জৈবিক সুরক্ষিত বলয়ের মধ্যে। মাঠের মধ্যেই রয়েছে হোটেল। সেখানেই থাকবেন ক্রিকেটার, ধারাভাষ্যকার, সকলে।

আরও পড়ুনঃ ভারতীয় দল এখনও ধোনিকে ছাড়া অসম্পূর্ণঃ কেশব বন্দ্যোপাধ্যায়

অর্থাৎ, ম্যাচে যাঁরা থাকবেন, সকলে এক বার বলয়ে ঢুকে পড়লে আর বেরোতে পারবেন না। ক্রিকেটারেরা আগেই সেখানে ঢুকে পড়েছেন, ধারাভাষ্যকারদেরও বলে দেওয়া হয়েছে, আজ, মঙ্গলবারের মধ্যে
ঢুকে পড়তে হবে। এই টেস্ট ম্যাচে গ্যালারিতে থাকবে না একজন দর্শকও। এ

ই টেস্টের অন্যতম ধারাভাষ্যকার নাসের হুসেন বলেন, ‘এ ভাবে কেউ খেলার আয়োজন করতে চায় না। কিন্তু এটা ভেবে অন্তত শান্তি পাচ্ছি যে, ক্রিকেট ফিরছে। ফুটবলের মতোই তা হয়তো ফাঁকা মাঠে হবে, থাকবে না কোনও দর্শক, কিন্তু ক্রিকেট ভক্তরা বাড়িতে বসে টিভিতে সরাসরি সম্প্রচার দেখতে পাবে। লাইভ ক্রিকেট তো দেখা যাবে।”

আরও পড়ুনঃ মহামেডানকে সাফল্য দিতে পারবোঃ কিং সে লে

এই টেস্ট ম্যাচের সময় ক্রিকেট বিশ্বের চোখ থাকবে বেশ কয়েকটি জিনিসের উপর। যেমন, উইকেট নিয়ে বোলার, ফিল্ডারেরা কী ভাবে উল্লাস করছেন? আগের মতো একে অন্যের গায়ে চেপে উৎসব আপাতত বন্ধ। নতুন কী ভঙ্গি আনতে চলেছে? ইংল্যান্ড তাদের প্র্যাক্টিস ম্যাচে কনুইয়ে কনুই স্পর্শ করে আনন্দ প্রকাশ করেছে।

সেটাই কি এ বারে বেশি করে দেখা যাবে? এটা ভোলা যাবে না যে, ইংল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বিভিন্ন যুগে ক্রিকেট মাঠে অভিনব সব উৎসব ভঙ্গি এসেছে ক্যারিবিয়ানদের হাত ধরে। বলের উপর থুতু বা লালা ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এতদিনের অভ্যাস কি সহজে বোলার, ফিল্ডারেরা ত্যাগ করতে পারবেন? বুধবারের টেস্ট ম্যাচে এখন সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here