নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ এবং দ্য গৌরী কালচার অ্যান্ড এডুকেশনাল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে ঈশ্বরচন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হল একটি আন্তর্জাতিক আলোচনা চক্র।
বিষয় ছিল ‘সমাজ, সাহিত্য ও সংস্কৃতি : ঐতিহ্য ও উত্তরাধিকার’।
এই আলোচনা চক্রকে দুটি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়ের সৃজনশীল আলোচনায় সভাপতিত্ব করেন আশিস চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ নিউটাউনে এল অভিনব চক্ষু হাসপাতাল
বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, সাহিত্যিক অমর মিত্র, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সাধন চট্টোপাধ্যায়।
দ্বিতীয় পর্যায়ের মননশীল আলোচনায় সভাপতিত্ব করেন রাঁচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুব্রত পাল।
আলোচনায় বক্তব্য রাখেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুখেন বিশ্বাস, সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোনালী মুখোপাধ্যায়, হিমবন্ত বন্দ্যোপাধ্যায়, রামকুমার মুখোপাধ্যায় এবং সুব্রত পাল।
আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় চাঁদা তুলে স্বদেশে মাস্ক টাকা প্রেরণ কলকাতার চিনাদের
দুই পর্বের আলোচনার মধ্যেই উঠে আসে সমাজ সংস্কারের অলিখিত দিকগুলি।
‘দ্য গৌরী কালচারাল এন্ড এডুকেশনাল অ্যাসোসিয়েশন’- এর সম্পাদকের কথায়, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, নজরুল, বাউল সাধকদের ঐতিহ্যকে আমরা কীভাবে বিচার করব, পশ্চিমী সাহিত্য বা নগরকেন্দ্রিক সাহিত্যের কথা বলব নাকি মাটির টানে ঐতিহ্য বা বাঙালির ঐতিহ্যের কথা বলব তারই কথা উঠে এল এই আলোচনা সভায়।
আলোচনা চক্রে এই দিন গবেষণাপত্রগুলির ওপরে একটি বই প্রকাশিত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584