নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লৌকিক পত্রিকার উদ্যোগে আজ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে অনুষ্ঠিত হল লোকউৎসব বিষয়ে দ্বি দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র।আজ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রঞ্জন চক্রবর্তী।

এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,সহ সভাধিপতি অজিত মাইতি, লৌকিক পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক বরুন কুমার চক্রবর্ত্তী, সাবেক যোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আই.সি.টি) বাংলাদেশ সরকারের মন্ত্রী সৈয়দ আবুল হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক ড. আখতার হোসেন, লৌকিক পত্রিকার সহ সভাপতি অধ্যাপক সাধন সাহা সহ আন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা চক্রের আহ্বায়ক ড.লক্ষী দাস অট্ট জানান,দুদিনের এই আলোচনা চক্রে বাংলা তথা বাংলাদেশের লোক উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হবে।
আরও পড়ুনঃ মহেশতলায় আগুনে ভস্মীভূত দোকান বাসগৃহ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584