জেইই-এনইইটি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ বিশ্বজুড়ে, সামিল আন্তর্জাতিক পরিবেশবিদরাও

0
34

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

protest | newsfront.co
প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের জেইই এবং এনইইটি পরীক্ষার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় টুইটারে, যোগ দিয়েছেন আন্তর্জাতিক পরিবেশবিদরাও। দেশের বিভিন্ন জায়গা এই মুহূর্তে বন্যা কবলিত, আন্তর্জাতিক পরিবেশবিদরা সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন যে, ওই সব জায়গায় পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা দেবেন?

#speakupforstudentsafety এই হ্যাশট্যাগ দিয়ে অন্তত ২.২৫ লক্ষ টুইট শুক্রবার থেকে টুইটারে ট্রেন্ডিং। কোভিড আক্রান্ত এক ছাত্র তার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার এডমিট কার্ড ও কোভিড পরীক্ষার ফলের ছবি একসাথে পোস্ট করে লিখেছে সে এখন রয়েছে একটি কোভিড কেয়ার সেন্টারে, তাহলে তার পরীক্ষা দেওয়ার কি হবে?

আরও পড়ুনঃ পদত্যাগ করলেন শিনোজা আবে

ছয়টি রাজ্য সরকার সুপ্রীম কোর্টে আবেদন করেছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার।

আরও পড়ুনঃ ২০২৪’ র লোকসভা নির্বাচনে নেতৃত্ব দেবেন না রাহুল, অনুমান দলের প্রবীণ নেতার

মণিপুরের আট বছর বয়সী পরিবেশকর্মী লিস্প্রিয়া কানগুজাম, প্রতিবাদ করেছেন এই সিদ্ধান্তের। তাঁর টুইটে লিখেছেন এইমুহূর্তে পরীক্ষা নেওয়া হলে তা ছাত্রছাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সামিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে ভিআইপি নিরাপত্তার মধ্যে থেকেও কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে, সেখানে সরকার কিভাবে সাধারণ পরীক্ষার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে? সব টুইটেই #speakupforstudentsafety হ্যাশট্যাগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here