জুলাই থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর সম্ভাবনা

0
44

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

পূর্বাভাস অনুযায়ী করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে জুলাই মাসে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা যেতে পারে। এমনটাই জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি। করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে টানা আড়াই মাস ধরে চলছে লকডাউন। যার কারণে এতদিন বন্ধ ছিল বিমান পরিষেবা। তবে গত ২৫ মে থেকে ভারতে অন্তর্দেশীয় বিমান চলাচল চালু হয়েছে। কিন্তু এখনও বন্ধ রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান পরিষেবা।

International flight | newsfront.co
প্রতীকী চিত্র

মঙ্গলবার জিএমআর গ্রুপ আয়োজিত এক ওয়েবিনারে পুরি বলেন, “আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, কবে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করবেন? যদি আমার ওপরেই ছেড়ে দেন, এবং যদি পারিপার্শ্বিক পরিস্থিতি কাজ করে, এবং যদি ভাইরাস সংক্রমণ সম্পর্কে আমরা সঠিক পূর্বাভাস পাই, তা হলে জুলাই মাসেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমার মনে হয়।

আরও পড়ুনঃ টানা ১১ দিনের দিনের বৃদ্ধিতে পেট্রোল-ডিজেলের দামে আগুন

তবে সেই সিদ্ধান্ত ভারতীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক নেবে না। আন্তর্জাতিক বিমানের যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের রাজ্যগুলিকেই। এ বিষয়ে কথাবার্তাও চলছে রাজ্যগুলির সঙ্গে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here