নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বাড়ল। ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকছে যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান পরিষেবা।
বৃহস্পতিবার, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) থেকে জানানো হয়েছে, ৩০ নভেম্বর পর্ন্ত যাত্রীবাহী বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেই মেয়াদ বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
এও জানানো হয়েছে, দেশ থেকে নয়, বিদেশ থেকেও ভারতে যাত্রীবাহী বিমান আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আন্তর্জাতিক কার্গো পরিষেবা ও ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে।
আরও পড়ুনঃ প্রশিক্ষণ চলাকালীন আরবসাগরে ভেঙে পড়ল নৌবাহিনীর যুদ্ধ বিমান
এর আগে করোনা পরিস্থিতিতে জুন মাসে একটি সার্কুলার জারি করে ডিজিসিএ। সেই অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা স্থগিত রাখার কথা জানানো হয়। সেই মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584