আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিপন্নতা প্রকাশিত

0
129

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

৮১ দিন আগের কথা। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের ইঁটভাটার শ্রমিক কমল হুসেন মন্ডল(৩২),স্ত্রী খায়রুন নাহার বিবির সাথে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছিল।

muslim brother and sister affected by nrc | newsfront.co
দুই সন্তানের সাথে খায়রুন নাহার বিবি। চিত্র সৌজন্যঃ দ্য গার্ডিয়ান

১৩ বছর আগে তাদের বিয়ে হয়। দুটি সন্তান ছিল তাদের। সোলদানা গ্রামের বাসিন্দারা হুসেন-নাহারের মিষ্টি প্রেমের কথা জানত। প্রেমিকযুগলের সরল দাম্পত্য জীবন ও আরম্ভরহীন যাপনের কথা আলোচনা হতো গ্রামবাসীদের মধ্যে। কিন্তু এনআরসি-র পরে পুরো চিত্রটাই বদলে যায়। ভয়, দোটানা, সংশয়ে আশাহত হয়ে হুসেন তার স্ত্রীকে বলে, ওরা হয় আমাদের দেশ ছাড়া করবে, না হয় বন্দী করে মেরে ফেলবে।

সেপ্টেম্বরের মাঝামাঝি, সরকার পশ্চিমবঙ্গে প্রথমে প্রয়োগ করার জন্য ভারতজুড়ে একটি জাতীয় নিবন্ধক (এনআরসি) চালানোর পরিকল্পনা করেছিল, এই সংবাদটি এই ক্ষুদ্র গ্রামে ছড়িয়ে পড়তে শুরু করে।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সম্মতিতে নাগরিকত্ব (সংশোধনী) বিল ২০১৯ আইন হিসাবে কার্যকর হলো

মহড়ার অর্থ দেশের প্রত্যেক ব্যক্তিকে বাংলাদেশ বা পাকিস্তানের অনুপ্রবেশকারী না হয়ে তাদের বা তাদের পূর্বপুরুষদের ভারতের নাগরিক প্রমাণ করতে হবে এবং তাদের দাবির পিছনে দলিল প্রমাণ থাকতে হবে। সরকারের মতে, যারা এটি প্রমাণ করতে পারবে না তাদের ডিটেনশন সেন্টারে প্রেরণ করা হবে এবং নির্বাসনের মুখোমুখি হবেন।

বিদেশি সংবাদমাধ্যম গার্ডিয়ান বলছে, বিজেপি জোর দিয়ে বলেছে যে এই আমলাতান্ত্রিক প্রচেষ্টা কেবলমাত্র ভারতীয় নাগরিকদের গণনা ও সনাক্তকরণের জন্য। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা করার একটি দীর্ঘ মেয়াদী দর। তবে বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডা বলে, ভারতকে সর্ব বৃহৎ হিন্দুরাষ্ট্র হিসাবে গড়ে তোলা। এই ভয়ে আপামর মুসলিম ভাই-বোনেরা বিপন্ন।

ক্ষমতায় থাকাকালীন বিগত পাঁচ বছরের শাসনে বিজেপি দেখেছে যে জাতি,ধর্ম—এই সংবেদনশীল বিষয়গুলি একটি সম্প্রদায় ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে, আর এখানেই সে তুরুপের তাসটি খেলেছে।

আরও পড়ুনঃ উপনির্বাচনে জয়ী তৃণমূলের বিজয় মিছিল মেদিনীপুরে

সেপ্টেম্বরের পর থেকে বেশ কয়েকজন বিজেপি রাজনীতিবিদ প্রকাশ্যে শপথ করেছিলেন যে, “এনআরসি-র কারণে কোনও হিন্দুকে ভারত ছাড়তে হবে না”। ফলত স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গ এবং এর বাইরে মুসলিম সম্প্রদায় ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছে যে এনআরসি শুধুমাত্র মুসলিম বিতাড়িতকরার উদ্দেশ্যেই প্রণয়ন করা হয়েছে।

গার্ডিয়ান এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গত দুই মাস পশ্চিমবঙ্গ জুড়ে গ্রামে-গ্রামে, আরএসএস – হিন্দু জাতীয়তাবাদী সংগঠন সমস্ত হিন্দু পরিবারকে আশ্বস্ত করার জন্য একটি ক্যাম্পন চালিয়েছিল, তাতে বলা হচ্ছিল যে হিন্দু পরিবারগুলির এনআরসি নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।

এই স্বতন্ত্র ক্যাম্পেন যা হিন্দু পরিবারগুলির সমর্থনে ছিল,তা প্রমাণ করে বিজেপি-র প্রোপাগান্ডা শুধুই হিন্দুত্ববাদের স্বপক্ষে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here