সালারের বাবলা গ্রামে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা উৎসব

0
66

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সালার থানার অন্তর্গত বাবলা গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হল আজকের এই দিনটি। সোমবার বাংলা ভাষা আন্দোলনের প্রথম শহীদ আবুল বরকতের জন্মভিটে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়। সোমবার সকালে প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

Humayun Kabir
নিজস্ব চিত্র

এরপর দিনভর বিভিন্ন রকম আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বাবলা গ্রামে বরকত মেলার উদ্বোধন করা হয়। উক্ত মেলার উদ্বোধন করেন ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও মুর্শিদাবাদ বহরমপুর জেলা যুব সভাপতি আনারুল ইসলাম। এদিনের বিকালে ভাষা আন্দোলনে আবুল বরকতের ভূমিকা ও তার বিভিন্ন দিক তুলে ধরেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব সভাপতি আনারুল ইসলাম আনির এবং সন্ধ্যায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রশিক্ষিত পুলিশকর্মী ছাড়া মাওবাদী পোস্টার সরানো যাবে না জঙ্গলমহলে, নির্দেশিকা জারি রাজ্যের

এদিন সন্ধ্যায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোক শিল্পী উর্মি চৌধুরী লোকগান পরিবেশন করেন ও মীরাক্কেলে বিজয়ী প্রাঞ্জল সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here