ভাষা দিবসে ভাষার সংযম হারিয়ে বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য

0
76

পিয়ালী দাস, বীরভূমঃ

ভাষা দিবসে ভাষার সংযম হারিয়ে ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শুক্রবার ভাষা দিবসে বিশ্বভারতীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বেফাঁস মন্তব্য করে বসেন তিনি বলেন জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবসে যারা সাদা টুপি পড়ে গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা প্রত্যেকেই ভারতবর্ষের বড় বড় চোর।

উপাচার্য বলেন গান্ধীজী যে বিষয়গুলো বারণ করেছিলেন চোরেরা সেই কাজগুলোই করে। তিনি বলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে চলছে তাই উপাচার্য মহাশয় নিজেই বিশ্বভারতীকে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দেওয়ার চেষ্টা করছেন। এরপর তিনি আক্রমণ করেন বিশ্বভারতীর অধ্যাপকরা সঠিকভাবে অধ্যাপনায় মনোনিবেশ না করে রাজনীতিতে জড়িয়ে পড়ছেন ফলে শিক্ষার মান নষ্ট হচ্ছে।

international mother tongue celebration in visva bharati | newsfront.co
নিজস্ব চিত্র

বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকাদের দাবি উপাচার্যের মাথা কার্যত খারাপ হয়ে গেছে যেভাবে তিনি হিটলারি রাজ কায়েম করেছেন বিশ্বভারতী জুড়ে তাতে কোনভাবেই উপাচার্যের পদে থাকা উচিত নয়। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অধ্যাপক অধ্যাপিকাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।

বিশ্বভারতী জুড়ে ফরমান জারি করা হয়েছে অধ্যাপক অধ্যাপিকা কোনরকম কোথাও বিশ্বভারতীর কোন সমস্যা নিয়ে মুখ খুলতে পারবেন না, ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে গুন্ডা লেলিয়ে ছাত্রদের ন্যায্য আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে মেদিনীপুরে ভাষাদিবস উদযাপন

উপাচার্যের হুমকি উপেক্ষা করে সঙ্গীত ভবনের ছাত্রীরা মুখ খুলেছেন। তাদের মতে, বর্তমান বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এবং বিতর্ক হল পারস্পরিক সম্পর্ক, উনি নিজের সিদ্ধান্ত গুলো জোর করে ফ্যাসিস্ট কায়দায় ছাত্র-ছাত্রীদের ওপর চাপিয়ে দিতে চাইছে ভাষা দিবসের দিন উনি যে ধরনের বক্তব্য রেখেছেন তাতে বিশ্বভারতী ছাত্রী হিসাবে অত্যন্ত লজ্জিত বোধ করছি গুরুদেবের আশ্রমের দম বন্ধ হয়ে আসছে। পৃথিবীতে বিশ্বভারতীর সুনামকে কলুষিত করেছেন বর্তমান উপাচার্য।

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে বিশ্বভারতী জুড়ে। বিশ্বভারতী প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর ওনার প্রতিক্রিয়াতে জানিয়েছেন নিন্দার ভাষা নেই উনি আজকাল চোর চিনতে পারছেন, বিশ্বভারতীর সুস্বাস্থ্য ফেরাতে ডাক্তার হয়ে যাচ্ছেন।

এ ধরনের বহুমুখী প্রতিভা সম্পন্ন মানুষ বিশ্বভারতীর উপাচার্য পদে বেশি দিন থাকলে বিশ্বভারতী লাটে উঠে যাবে এনিয়ে কোন সন্দেহ নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here