নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
শীতকাল মানেই যেন উৎসবের আমেজ। এবার সেই আমেজে রাজ্য সরকারের উদ্যোগে যোগ হল ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল। নবান্ন সূত্রে জানা গেছে যে, আগামী বছর শীতে রেড রোডে বসবে ওই আন্তর্জাতিক সঙ্গীতের আসর। এই প্রথমবার বাংলার সঙ্গীতশিল্পীরা সুরের জাল বুনবেন দেশি-বিদেশি শ্রোতাদের সামনে, সোমবার এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের থিম, ‘গাইবে লোকাল, শুনবে গ্লোবাল’।
করোনা অতিমারীর কারণে গত দু’বছর রেড রোডে বন্ধ রয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। তাই কলকাতাবাসীর মন ভালো করতে মুখ্যমন্ত্রীর নতুন এই উদ্যোগ। এই আন্তর্জাতিক বাংলা সঙ্গীত উৎসবে অংশগ্রহণ করবেন বাউল, টপ্পা, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক সমস্ত বাংলার সঙ্গীতশিল্পীরা। জানা গেছে যে, প্রথম বছর কেবল বাংলার শিল্পীরাই অংশ নেবেন এই অনুষ্ঠানে। পরের বছর থেকে অংশ নেবেন বাংলার বাইরের শিল্পীরাও।
আরও পড়ুনঃ এক বছর পর ফিরছে বইমেলা, জেনে নিন কবে শুরু
উল্লেখ্য, প্রত্যেক বছরই রাজ্যে সংগীত মেলার আয়োজন হয়ে থাকে। যেখানে দেশের বিভিন্ন শিল্পীদের গান গাইতে দেখা যায়। তবে এই প্রথম রেড রোডে এই জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে। দুর্গাপুজো কার্নিভ্যালের মতই সাজানো হবে রেড রোড। অপরদিকে ৭ থেকে ১৪ জানুয়ারি আট দিন ধরে অনুষ্ঠিত হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যাল এবং বইমেলা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584