নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
আন্তর্জাতিক পর্যটনে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে টিকা নয়, করোনা পরীক্ষার রিপোর্টই মানদন্ড হওয়া উচিত, এমনটাই মনে করছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে একটি বৈঠকও হয় তাঁর। বৈঠকের পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন জয়শঙ্কর।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক উড়ানের আগে ও গন্তব্যে পৌঁছনোর পরে কোনও যাত্রীর করোনা পরীক্ষা করাই যাত্রার অনুমোদনের জন্য যথেষ্ট। কিন্তু কিছু কিছু দেশ আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে টিকাকরণের শংসাপত্র বাধ্যতামূলক ঘোষণা করেছে।তিনি বলেন, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কথা ভাবতে হবে। কেউ যাতে অবহেলিত না হন বা নাগরিকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা না তৈরি হয় সে দিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এখন।
আরও পড়ুনঃ মানালির রাস্তায় মাস্ক না পরলে জরিমানা ৫০০০ টাকা! হতে পারে হাজতবাসও
রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভও ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্যে সম্মতি জানিয়ে বলেন,এই সংক্রান্ত আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত। তিনি বলেন, ” আশা করছি করোনার টিকাকরণের শংসাপত্র ছাড়া কিভাবে আন্তর্জাতিক পর্যটন সম্ভব সেই বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারব। যা অন্যান্য দেশের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584