আগামী সপ্তাহ থেকে শুরু উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া

0
117

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে মামলা সামলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে সচেষ্ট হয়েছে স্কুল সার্ভিস কমিশন। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ১৯ জুলাই, সোমবার থেকে ইন্টারভিউ শুরু হবে। চলবে ৪ অগাস্ট পর্যন্ত। করোনা আবহে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনেই হবে। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য মিলবে।

acharya sadan
আচার্য সদন। ছবি: সংগৃহীত

পুজোর আগেই রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ করা হবে ১৪ হাজার ৩৩৯ জন শিক্ষক। ৩১ জুলাইয়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। তাই অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই কাজ এগিয়ে নিয়ে যেতে মরিয়া এসএসসি এবং শিক্ষা দপ্তর।

Upper Primary Interview schedule
বিজ্ঞপ্তি

করোনা পরিস্থিতিতে ভিড় করে ইন্টারভিউ নেওয়া ঝুঁকিপূর্ণ। তাই অনেক আলোচনার পর এবার অনলাইনেই ইন্টারভিউ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর। এর আগে অবশ্য ১৫ জুলাই অনলাইনেই প্রাথমিকের ১০ হাজার ৫০০ জন শিক্ষককে নিয়োগ করার কাজ শেষ হয়েছে। আর উচ্চ প্রাথমিকের নিয়োগও সেই পদ্ধতিতেই হবে। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা সকলেই অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ দিতে পারবেন।

আরও পড়ুনঃ এবার ভুয়ো ইডি অফিসারের প্রতারণার শিকার তৃণমূল সাংসদ শান্তনু সেন, পুলিশের দ্বারস্থ

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় মামলা করেছেন চাকরিপ্রার্থীরা। এতদিন জানা যাচ্ছিল চাকরিপ্রার্থীদের মূলত অভিযোগ ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর। কিন্তু সূত্রের দাবি, চাকরিপ্রার্থীদের কাছে প্রমাণ আছে ‘বহু চাকরির প্রাপ্ত নাম্বার কে বাড়িয়ে লিস্টে অন্তর্ভূক্ত করা হয়েছে!’ সেই সম্পর্কিত নথিও পেশ করা হয়েছে আদালতে।

আরও পড়ুনঃ একদিনেই অনার্সের দুটি পেপারের পরীক্ষা, অখুশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে তা অসঙ্গতিপূর্ণ এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে তুলনায় কম যোগ্যদের নিয়ে ইন্টারভিউ করার প্রচেষ্টা কখনোই ন্যায় সঙ্গত নয়। যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা অপরাধ।’

উল্লেখ্য, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ২০ জুলাই সকাল ১১টায় এই মামলার শুনানি হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here