নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
‘বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে,বিজ্ঞান মানসিকতার প্রসার ঘটাও’ এই ভাবনাকে সামনে রেখে শুক্রবার হুগলী জেলার চন্দননগরের খালিসানী বাসন্তী টিচার্স ট্রেনিং কলেজে প্রয়াত শঙ্কর চক্রবর্ত্তীর নামাঙ্কিত মঞ্চে ও প্রয়াত স্টিফেন হকিং এর নামাঙ্কিত ক্যাম্পাসে শুরু হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দ্বাদশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলন শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন ও জন বিজ্ঞান আন্দোলনের শহীদদের স্মরণে শহীদ বেদীতে মাল্যদান করা হয়। পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সত্যজিৎ চক্রবর্তী। সম্মেলনের উদ্বোধন করেন পদ্মভূষণ জয়ী বিশিষ্ট বিজ্ঞানী ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব্ সায়েন্সের প্রাক্তন অধিকর্তা পদ্মনাভন বলরাম। রাজ্য কাউন্সিলের প্রতিবেদন পেশ করেন রাজ্য সম্পাদক প্রদীপ মহাপাত্র।আয় ব্যয়ের হিসেবেও পেশ হয়। বিভিন্ন জেলার চার শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন। উপস্থিত রয়েছেন শ্যামল চক্রবর্তী,অরূণাভ মিশ্র, তপন মিশ্র, তপন সাহা, শংকর কর ,উৎপল দত্ত,মায়া মিত্র প্রমুখ বিজ্ঞান আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ব্রিগেডের প্রস্তুতি জনসভা গলসীতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584