নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শ্রমিক নিয়োগকে ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে শহর শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ির টি পার্ক। এরপরে গন্ডগোলে জড়িত থাকায় আইএনটিটিইউসির বেশ কয়েক জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন এনজেপি স্টেশন চত্ত্বরে বন্ধের ডাক দেয় আইএনটিটিইউসি।
এর ফলে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা । বন্ধের ফলে যানবাহন থেকে শুরু করে সমস্ত দোকান পাট বন্ধ ছিল।প্রসঙ্গত বৃহস্পতিবার শ্রমিক নিয়োগের দাবিতে টি পার্কের গেটের সামনে বিক্ষোভ দেখায় এনজেপির আইএনটিটিইউসি কর্মীরা।
আরও পড়ুনঃ জঙ্গিপুর ট্র্যাফিক পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা মাস পালন
এবং বারংবার আলোচনা করার পরেও সমস্যার সমাধান হয় না। এরপর সেখানেই দুপক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। টি পার্কে ভাঙচুরও চালানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে টি পার্কের নিরাপত্তা কর্মীরা শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।
এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী । এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বেশ কয়েকজন কে গ্রেপ্তার করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584