শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
কোলকাতার এনআরএস হাসপাতালে জুনিয়ার চিকিতসকদের কর্মবিরতি না মিটতেই চিকিৎসাকর্মীকে মারধরের অভিযোগ দক্ষিন দিনাজপুর জেলা হাসপাতালে।
এই ঘটনার জেরে চিকিৎসকরা কর্ম বিরতিতে যাবার কথা সাংবাদিক সম্মেলন করে জানান।
ঘটনার প্রকাশ এই যে,দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় গতকাল শনিবার রাত ৯ টা নাগাদ বুবাই দাস নামে ফরেস্ট রোড এলাকার বাসিন্দা এক যুবক বাইক দুর্ঘটনায় জখম হন। তার মাথায় আঘাত লাগে। তাকে জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে সিটি স্ক্যান করতে নিয়ে যায়। এরপর সিটিস্ক্যান টেকনিশিয়ান তাদের কাছে জানতে চান এটা অ্যাক্সিডেন্ট না মারধরের ঘটনা।তখনই টেকনিশিয়ান সজল পান্ডাকে রোগীর আত্মীয়রা মারধর করে বলে অভিযোগ।
এরপরেই বালুরঘাট হাসপাতালের চিকিৎসকেরা নিরাপত্তার দাবীতে ক্ষোভ প্রকাশ করেন।
রাতে সাংবাদিক বৈঠক করে ওই ঘটনার প্রতিবাদে চিকিৎসক সংগঠনের (আইএমএ) প্রতিনিধি জ্ঞানপ্রকাশ মুখোপাধ্যায় বলেন,যখন এনআরএসের ঘটনার পরেও আমরা বালুরঘাট হাসপাতালে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রেখেছি।সেখানে এই ধরনের ঘটনা হলে আগামীতে কর্মবিরতির পথে যেতে আমরা বাধ্য হব।
এই বিষয়ে সিটি স্ক্যান টেকনিসিয়ান জানান রুগীর আত্মীয় সুব্রত মাহাতোর কাছে জানতে চাই এটা অ্যাকসিডেন্ট না মারধর,এটা জিজ্ঞেস করাতে তারা সেই টেকনিসিয়ানকে মারধর করে ও বাইরের নিরাপত্তা কর্মীকেও মারধর করে।
আরও পড়ুনঃ আন্দোলনকারী চিকিৎসকদের সমর্থনে ডিএসও-এর বিক্ষোভ মিছিল
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বালুরঘাট থানার ডিসপি সদর ধীমান মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী যায়।এই বিষয়ে ডিসপি সদর ধীমান মিত্র জানান তারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে।তারা বিষয়টি খতিয়ে দেখছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে আশ্বাস দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584