শিক্ষক নিয়োগে দূর্নীতির তদন্তকারী পুলিশ অফিসারের বদলি ঘিরে প্রশ্ন

0
98

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল। সেই নিয়োগ সংখ্যাটা নেহাতই কম নয় ৬৯ হাজার। অভিযোগ ওঠার পর এই ময়দানে নামেন প্রয়াগরাজের পুলিশ সুপার আইপিএস সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ। দুর্নীতি করার অভিযোগে গ্রেপ্তার করেন ১১ জনকে। কিন্তু তারপরেই এই আইপিএস অফিসারকে আশ্চর্যজনকভাবে দেওয়া হয় বদলির নির্দেশ।

Anirudh Pankaj | newsfront.co
সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ। সংবাদ চিত্র

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁকে এখনো কোথাও পোস্টিং দেওয়া হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে তার অধস্তন এক পুলিশকর্মী করোনা আক্রান্ত হওয়ায় ঐ আইপিএস অফিসারের করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ লাগাতার বাড়ছে জ্বালানির দাম, মোদীকে চিঠি সোনিয়ার

এই শিক্ষক দুর্নীতির বিষয়টি নিয়ে নিয়োগের ওপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ধাক্কা খেয়ে তারপর যোগী সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের রায়ের সঙ্গে একমত হয়ে সুপ্রিম কোর্ট সেই নিয়োগ প্রক্রিয়ার ৩৭ হাজার ৩৩৯ পদে নিয়োগ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেয়। শিক্ষক নিয়োগের এই দুর্নীতির অভিযোগ ও ওই আইপিএস অফিসারের বদলির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here