আনিসুর রহমান, কোলকাতা
হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভূতুড়ে! সেই অশরীরী শিক্ষক-শিক্ষিকাদের খোঁজ পাওয়া গেল এই রাজ্যেই।ছাত্র-ছাত্রীরা তাদের কখনো দেখেনি ।তাদের নামও কখনো শোনেনি। এককথায় ভূতুড়ে।সেই ভুতুড়ে শিক্ষকদের নিয়েই ঝড় উঠেছে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে। শেষমেশ রাজ্যসরকার ১৪টি সরকারি সাহায্য প্রাপ্ত মাদ্রাসায় অবৈধভাবে নিযুক্ত ঊনচল্লিশ জন ভুতুড়ে শিক্ষককে অবৈধ ঘোষণা করল।
গত ১১গ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করে তাদের নিয়োগ বাতিল করা হয় বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন। তাদের নাম সহ যে যে মাদ্রাসায় তাদের অবৈধভাবে ব্যাকডেটে নিয়োগ করা হয়েছিল তাদের নাম নিম্নরূপ-
এনায়েতপুর আর এস এ সিনিয়র মাদ্রাসা(দ: চব্বিশ পরগণা)-নাসিমা বিবি,সেখ মন্জুর আলী।
মহম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা(পূ: মেদিনীপুর) –কামরুজ্জামান খান,মোঃ সাহাবুদ্দিন খান।
গিমাগেড়িয়া ওয়েলফেয়ার হাই মাদ্রাসা(পূ: মেদিনীপুর) –মোঃ আবু হাসান আলী,সেখ সফিউদ্দিন,মহিউল ইসলাম, রাজ কুমার বাঘ,সেখ ইসলাম উদ্দিন।
চেঙ্গাইল হাই মাদ্রাসা(হাওড়া)-রামিজ রাজ খান,সেখ আক্তার আলী, ম: সুজাউদ্দিন,সেখ আতাউর রহমান, সেখ আব্দুল সালাম।
রঙমহল কোরানিয়া হাই মাদ্রাসা(HS)(উলুবেড়িয়া,হাওড়া)-সেখ মইদুল ইসলাম,সেখ মুস্তাক আহমেদ,মিজানুর লস্কর,সেখ মইদুল ইসলাম।
পূর্ব গড়চক্রবেড়িয়া জু: হাই মাদ্রাসা(পূ: মেদিনীপুর)- সাবিনা ইয়াসমিন সাহ্।
রামবাগ সিদ্দিক জু: হাই মাদ্রাসা(পূ: মেদিনীপুর)- সেখ জাহিরুল ইসলাম।
কন্টাই সওকতিয়া জু: হাই মাদ্রাসা(পূ: মেদিনীপুর)- ম: নাসিম বারি খান, সেখ সামিম আলী, সেখ আতাউল্লাহ।
মাজনা হাই মাদ্রাসা(পূ: মেদিনীপুর)-সেখ সাফায়েতুল্লা।
মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা(মালদা)- এ বি তরিকুর রেজা, এম এস টি সামিনা ইয়াসমিন, ম: মীর মোসাররফ হোসেন।
মিটনা সোলেমানিয়া হাই মাদ্রাসা(মালদা)– বেনজির ইয়াসমিন,এম এস টি নুরজাহাত বানু, সাবিরুদ্দিন, সইবুর রহমান।
মঙ্গুরা জু: হাই মাদ্রাসা(হুগলী)-সেখ আরিফ আব্বাস।
চাপড়া হাই মাদ্রাসা (HS)(Chhapara High Madrasah H. S.)(উ: চব্বিশ পরগণা)- আসলাম পারভেজ রহমান, ফারুকুদ্দিন আহাম্মেদ, নার্গিস পারভীন,সরিফা খানম,তুহিন মোল্লা, আব্দুর রহমান।
কামারিয়া হাই মাদ্রাসা(দ: চব্বিশ পরগণা)-সামিনা সর্দার।
এই সব শিক্ষক-শিক্ষিকাদের অবৈধ ঘোষণা করে মাদ্রাসা শিক্ষা দপ্তর জানায়-এদের কারুর বয়স পার হয়ে গেছে তো কারুর ডিগ্ৰী জাল-এককথায় অযোগ্য।আবার নিয়োগ প্রক্রিয়াতেও অনেক অনিয়ম করা হয়েছে ।তাদের নাকি১০% ম্যানেজমেন্ট কোটায় নিয়োগ করা হয়েছে।

প্রসংগত উল্লেখ্য,মাদ্রাসার ১০% ম্যানেজমেন্ট রুলসে সমস্ত নিয়োগ বাতিল করে গত ২২এপ্রিল ২০১৭।কিন্ত কিছু মাদ্রাসা নিয়ম অগ্রাহ্য করে বেতন ও নিয়োগের অনুমোদন চায়।রাজ্য সরকার সেটাই বাতিল করল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584