৯৯ চেন্নাই টেস্টে সৌরভের ক্যাচ নিয়ে সন্দেহ ইনজির

0
71

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

১৯৯৯ সালে ভারত সফরে চেন্নাই টেস্টে ভারতকে ১২ রানে হারিয়েছিল পাকিস্তান। ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টে নাটকীয় জয় পেয়েছিল ওয়াসিম আক্রমের নেতৃত্বাধীন পাক ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিতর্কিত আউট নিয়ে ঝড় বয়ে গিয়েছিল! সেই ঘটনার ২০ বছর পর প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক ইউটিউবে এক সাক্ষাৎকারে বললেন, সৌরভের ওই ক্যাচটি ঠিকমতো ধরেছিল কিনা সেটা নিয়ে তার সন্দেহ আছে।

Saurav Ganguly | newsfront.co

১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে চেন্নাই টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের সামনে ২৭১ রানের টার্গেট ছিল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। একমাত্র ব্যতিক্রম ছিলেন সচিন তেন্ডুলকার। পিঠে ব্যথা নিয়ে তিনি ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন। শেষ পর্যন্ত ১২ রানে ম্যাচটি হারে ভারত। আর দ্বিতীয় ইনিংসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্যাচটি ঠিকমতো নেওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে বিতর্ক থেকে যায়।

আরও পড়ুনঃ কয়েকদিনের মধ্যেই সুস্থ হব জানালেন রোহিত

রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইউটিউব শো, ‘ডিআরএস উইথ অ্যাশ’ অনুষ্ঠানে এসে ইনজামাম উল-হক ১৯৯৯ সালের ভারত সফরের স্মৃতিচারণা করেন। অশ্বিন প্রশ্ন করেন, সেদিন সিলি পয়েন্টে সৌরভ একটা শট খেলেছিলেন। আর সেই ক্যাচ নিয়ে মঈন খান আউটের আবেদন করেছিলেন। সেটা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। আসলে এখনও পর্যন্ত আমরা জানি না যে সেটা আউট ছিল কিনা? কারণ সেই সময় এত ভালো মানের ক্যামেরা ছিল না।

আরও পড়ুনঃ বাবাকে শেষ দেখা দেখতে পেলেন না সিরাজ

এর উত্তরে ইনজামাম-উল-হক বলেন, “দুটি মানুষ এই ঘটনায় জড়িত ছিল। একজন আজহার মেহমুদ আর অন্যজন মঈন খান। যখন সৌরভ বলটা মেরেছিল তখন আজহার মেহমুদ প্রথম আটকায়। এরপর মঈন খান ক্যাচ ধরে। আমার ক্যাচটা নিয়ে সন্দেহ আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here