নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
রবিবার বৈঠকে বসে বোর্ড কর্তারা চূড়ান্ত করে ফেললেন আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত।তবে যে সূচি এসেছিল তাতে সামান্য পরিবর্তন এসেছে। করোনা পরিস্থিতিতে ত্রয়োদশ আইপিএলের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহীতে।

ভারত সরকারের থেকে দেশের বাইরে আইপিএল আয়োজনের সবুজ সঙ্কেত মেলার পর ২ আগস্ট আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু। রাত ৮টা নয়, খেলা শুরু ভারতীয় সময় রাত সাড়ে ৭টা থেকে। টাইটেল স্পনসর চীনা মোবাইল কোম্পানিই থাকছে। ৫১ দিন ধরে চলবে আইপিএল।

এই প্রথম রবিবার নয়, আইপিএল ফাইনাল হবে মঙ্গলবার ১০ নভেম্বর। শারজা, দুবাই ও আবুধাবিতে হবে আইপিএলের খেলাগুলি। প্রতি দলে থাকতে পারবেন ২৪ জন করে ক্রিকেটার। কোভিড-১৯ জন্য সাবস্টিটিউট নেওয়ার সুযোগ থাকবে দলগুলির। একদিনে দু’টি ম্যাচ থাকছে মোট ১০ দিন।
আরও পড়ুনঃ সৌরভের উদ্যোগে এবার মহিলা আইপিএল
প্রথম ম্যাচ শুরু বিকেল সাড়ে তিনটেয়। আইপিএল শেষ হলেই আমিরশাহী থেকেই অস্ট্রেলিয়ার বিমানে উঠবেন টিম বিরাট। অন্যদিকে প্রত্যাশা মতো ক্রিকেটারদের স্ত্রী দের সঙ্গেই রাখার সিদ্ধান্ত ফ্রাঞ্চাইজিদের ওপরই ছেড়ে দিলেন বোর্ড কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584