প্রীতম সরকার, স্পোর্টস ডেস্কঃ
প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণার পরই বিসিসিআই অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো আইপিএল। চলতি বছর আইপিএল আয়োজনের আশা যে নেই সেকথা তা বলাই বাহুল্য। গত ২৯ মার্চ টুর্নামেন্ট শুরুর কথা ছিল। করোনার কোপে তা পিছিয়ে দেওয়া হয়।
ঠিক হয়, ১৫ এপ্রিল শুরু হবে আইপিএল। কিন্তু কোথায় কী। বাংলা–সহ বেশ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণার জেরে বিশ বাঁও জলে যায় আইপিএল। মঙ্গলবার লকডাউনের মেয়াদ আরও বাড়ল। ততদিন পর্যন্ত রেল থেকে বিমান-সমস্ত পরিষেবা বন্ধ।
আরও পড়ুনঃ করোনার প্রকোপে ক্লাইভ লয়েড আপাতত পাচ্ছেন না নাইটহুড খেতাব
অর্থাৎ বিদেশি তারকাদের না দেশে আগমন সম্ভব, আর না ম্যাচ আয়োজন করা সম্ভব। বিসিসিআই দিন দুয়েক আগে সেরকম ইঙ্গিতই দিয়েছিল।ভারতীয় বোর্ড সূত্রে জানা যায়, ৩ মে পর্যন্ত লকডাউন চলবে শোনার পরই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রাখার কথা ঠিক করেন কর্তারা। আপাতত কোনও নতুন দিনক্ষণও ঘোষণা করা হচ্ছে না। পরিস্থিতি বুঝেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584