অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
এই বছরের আইপিএল নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। আইপিএলের গভর্নিং কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে কোন কোন ক্রিকেটারকে কারা রাখতে চায়, আর কোন কোন ক্রিকেটারকে কারা রিলিজ করে দিতে চায়।
যদিও আইপিএলের সূচী নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি টুর্নামেন্ট আট দলেরই হবে। কোথায় আইপিএলের এই নিলাম হবে, সেটাও এখনও ঠিক হয়নি। গতবার নিলাম হয় কলকাতাতে এবছরের আইপিএল ভারতে করা সম্ভব কিনা, তা ঠিক করতে তিন সদস্যের প্যানেল গঠন করা হয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টি বিঘ্নিত সিডনিতে প্রথম দিন ভালো জায়গায় অস্ট্রেলিয়া
এই কমিটিতে থাকতে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, প্রাক্তন স্পিনার প্রজ্ঞান ওঝা, প্রাক্তন পেসার অজিত আগারকার। করোনার প্রকোপ যদি বাড়তে থাকে, তাহলে গতবারের মতো সংযুক্ত আরব আমিরশাহিতেই হতে পারে এই বছরের আইপিএলও নাহলে ভারতেই টুর্নামেন্ট হবে ভারতে। রবিবার থেকে শুরু মুস্তাক আলি টি-টোয়েন্টি। এই টুর্নামেন্ট ভালোভাবে আয়োজন করতে পারলে আইপিএলও ভারতেই অনুষ্ঠিত করবেন বোর্ড কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584