অঞ্জন চট্টোপাধ্যায়,স্পোর্টস ডেস্কঃ
করোনাকে হারিয়ে ২০২০ সালের আইপিএল সফল ভাবেই করেছে বিসিসিআই। ২০২১ সালের আইপিএল ভারত না বিদেশে হবে সেটা জানা যায় নি, কথা ছিল দশ দলে হবে পরের আইপিএল। তবে শোনা যাচ্ছে, আপাতত দল বাড়ছে না । ২০২১ সালে ৮ দলের আইপিএল আয়োজন করতে চায় বিবিসিআই। ২০২২ সালের আইপিএল থেকে নতুন ফ্রাঞ্চাইজি যোগ দেবে লীগে। বিসিসিআই সূত্রে এমনই খবর। ২৪ ডিসেম্বর বোর্ড কর্তারা তাঁদের বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
আরও পড়ুনঃ ভারতের হারের জন্য পৃথ্বীকে দায়ী করছেন গিলক্রিস্ট
২০২০ আইপিএল করোনার জন্য নিদিষ্ট সময়ের দেরিতে শুরু হয় থেকে ২০২১ আইপিএলের মাঝে সময়ের ব্যবধান মাত্র কয়েক মাসের। অল্প সময়ের নতুন ফ্রাঞ্চাইজির টেন্ডার ডাকা, সেটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া, নতুন দল নেওয়া এবং তারপর ক্রিকেটারদের মেগা অকশন করা খুব কঠিন তাই বোর্ড কর্তারা ঝুঁকি না নিয়ে ২০২২ সালে দশ দলের আইপিএল করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584