টুর্নামেন্ট শুরুর আগেই সৌরভ সিদ্ধান্তে অখুশি আইপিএল ফ্র‍্যাঞ্চাইজিরা

0
112

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী প্রস্তাব দিয়েছিলেন আইপিএল-এর আগে অল স্টার ম্যাচের। কিন্তু তার প্রস্তাবিত সেই ম্যাচ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। শুরু হয়েছে চাপান উতোর।

Sourav Ganguly | newsfront.co
কোলাজ চিত্র

বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে আইপিএল-এ খেললেও এই ম্যাচের জন্য একই দলের হয়ে তাঁদের খেলতে দেখা যাবে। অল স্টার ম্যাচের বিশেষত্ব এটাই। আইপিএল-এর ঠিক আগে এ রকম একটা অল স্টার ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটভক্তরা।

আরও পড়ুনঃ রানের পাহাড় ভারতের,তবুও হার নিউজিল্যান্ডের কাছে

টাইমস অফ ইন্ডিয়াকে আইপিএলের এক ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তা বলেছেন, বানিজ্যিক এবং ক্রিকেটীয় কারণেই ক্রিকেটারদের ছাড়া সম্ভব নয়।

বাণিজ্যিক কারণ হিসেবে বলা যায়, “আমাদের ক্রিকেটাররা যদি ফ্র্যাঞ্চাইজির জার্সি বাদে অন্য জার্সি পড়ে, তা মোটেই মেনে নেওয়া যায় না।” বলে দিয়েছেন তিনি। তারকা ক্রিকেটাররা চোট আঘাত পেয়ে গেলে সমস্যায় পড়তে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে। তাই আইপিএল শুরুর দিন কয়েক আগে প্লেয়ার ছাড়ার কোনও যুক্তিই নেই বলে জানা যায়।

ফ্র্যাঞ্চাইজিদের অনঢ় মানসিকতায় বিকল্প কথাও ভাবতে শুরু করেছেন বোর্ডের কর্তারা। আইপিএলের পরেও অলস্টার ম্যাচ আয়োজন করা হতে পারে। তবে সরকারিভাবে এখনও বোর্ডের তরফে কিছু ঘোষণা করা হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here