অনুষ্কাদের কি অনুমতি দেওয়া হবে? আলোচনা শনিবারের সভায়

0
60

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

অতীতে বিদেশ সফরে বহুবার দেখা গেছে এই টানাপোড়েন, বিরাট কোহলি-সহ ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীদের বিদেশ সফরে যাওয়া নিয়ে হয়েছে কাঁটাছেড়া। অনেক ক্রিকেট বিশেষজ্ঞ সমালোচনা করেছেন বিদেশে স্ত্রীরা গেলে ক্রিকেটারদের পারফরমেন্স বিঘ্ন ঘটে। বিশ্বকাপের মতো পরিস্থিতিতে হয়েছিল এমন ঘটনা। এবার করোনা সংকটে বিদেশে হচ্ছে আইপিএল। এবারও এই বিতর্ক পিছু ছাড়ছে না। অনুষ্কা, রীতিকাদের আমিরশাহী যাত্রার ছাড়পত্র দেবে ভারতীয় বোর্ড?

Virat and Anushka | newsfront.co
সংবাদ চিত্র

আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকের আগে এই প্রশ্ন থাকছে যা আলোচনা হবে। যে বৈঠকে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সচিব জয় শাহ, সবাই থাকবেন। যে বৈঠকে চূড়ান্ত হবে আইপিএল সূচি, যে বৈঠক চূড়ান্ত রূপরেখা দিয়ে দেবে আমিরশাহীর জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের ‘টু-ডু’ লিস্টের।

Cricketers | newsfront.co
সংবাদ চিত্র

কিন্তু শুধু এসব নয়, এর মাঝে আমিরশাহিতে ২ মাসের আইপিএলে ক্রিকেটাররা কি স্ত্রী-সন্তান-বান্ধবীদের আদৌ নিয়ে যেতে পারবেন। অন্যান্যবার একটা নির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেটারদের পরিবার আসে আইপিএলে। কিন্তু এবারের পরিস্থিতি যেহেতু সম্পূর্ণ ভিন্ন, কী হবে চূড়ান্ত অনিশ্চিত।

আরও পড়ুনঃ শনিবার আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত সূচি

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের তরফে বোর্ডের কাছে একটা আবেদন জমা পড়েছে যাতে লেখা অল্প সময়ের জন্য ক্রিকেটারদের স্ত্রী-সন্তান-বান্ধবীদের আমিরশাহী নিয়ে যাওয়ার ব্যাপারে যাতে অনুমতি দেওয়া হয়। সেটা হবে ধাপে ধাপে, এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নেন সৌরভরা নজর সেই দিকেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here