কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
বিসিসিআই আগামী বছর আইপিএল ম্যাচে নতুন দুটো ফ্র্যাঞ্চাইজির জন্য আগামী ডিসেম্বরে নিলামের ব্যবস্থা করেছে। তার পূর্বে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলি চারজন করে খেলোয়াড় ধরে রাখতে পারবেন এবং এদের মধ্যে সর্বোচ্চ ভারতীয় খেলোয়াড় তিন জনের অধিক নয় এবং দুই জনের অধিক কোন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে না। নিলামের পূর্বে নতুন আমেদাবাদ, লখনউ ৩ জন খেলোয়াড় নিজের দলের অন্তর্ভুক্ত করতে পারবেন।
গতকাল বিসিসিআই আইপিএল কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে এবং আগামী ১ লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দলের যে চারজন প্লেয়ারকে ধরে রাখা হবে তার নথি বিসিসিআইকে নির্দিষ্ট সময়ের মধ্যে জানাতে হবে।
আগামী ডিসেম্বর মাসে মেগা নিলামের পূর্বে কোন দল যাতে বেশি সুযোগ-সুবিধা না পায় সেদিকে আইপিএল কর্তৃপক্ষ নজর রাখছে। এছাড়া প্রত্যেক দলকে নিলামের জন্য ৯০ কোটি টাকা দেওয়া হবে এবং তাদের রিটেনশন অনুযায়ী ৯০ কোটি টাকা বাদ দেওয়া হবে। যদি কোন দল চারজন খেলোয়াড়কে ধরে রাখে তাহলে ৯০কোটি থেকে ৪২ করতে বাধ্য হবে, আর যদি তিনজন খেলোয়াড় ধরে রাখেন তাহলে ৩৩ কোটি টাকা বাদ যাবে যদি দুজন খেলোয়াড় ধরে রাখেন তাহলে ২৪ কোটি টাকা বাদ দেওয়া হবে এবং কোন ফ্রাঞ্চাইজি যদি একজন খেলোয়াড়কে ধরে রাখে তাহলে মাত্র ১৪ কোটি টাকা পাওয়া যাবে।
আরও পড়ুনঃ বাটলার ঝড়ে অস্ট্রেলিয়াকে হেসে খেলে হারাল ইংল্যান্ড
এছাড়া নতুন ফ্র্যাঞ্চাইজি গুলি ২ জন দেশি ও ১ জন বিদেশি খেলোয়াড় দলভুক্ত করতে পারবেন আনকাপ খেলোয়াড় মাত্র একজন থাকবে। পুরনো ফ্র্যাঞ্চাইজি ২ জন আনকাপ রাখতে পারবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584