আমিরশাহিতেই আইপিএল সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত

0
57

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

বিসিসিআই’র চরম ইচ্ছা সত্ত্বেও যেভাবে ভারতে করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে কারনে ২০২০ আইপিএল এক প্রকার আরব আমির শাহিতেই চূড়ান্ত হচ্ছে। এদিন বিসিসিআই বৈঠকে তেমনি ইঙ্গিত পাওয়া গেল। আগামী সোমবার আইসিসি মিটিং সেখানে জানা যাবে টি২০ বিশ্বকাপ হচ্ছে কিনা।

IPL | newsfront.co
ফাইল চিত্র

যদি না হয় তাহলে পাকাপাকি ভাবে আরবের উদ্দেশ্যে পাড়ি দেবে আইপিএল। আমিরশাহিতে নিয়ে যাওয়ার কারণগুলো মূলত এরকমটেলিকনফারেন্সের মাধ্যমে হওয়া বৈঠকে দেশে করোনাভাইরাসের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সদস্যরা।

আরও পড়ুনঃ রিয়ালের বিজয়ে অভিনন্দন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের

আইপিএল করতে গেলে বায়ো সিকিউর আইপিএল করতে গেলে বায়ো সিকিউর আবহ তৈরি করতে হবে। যা হতে হবে আন্তর্জাতিক মানের। বিদেশি ক্রিকেটারদের আনতে হবে ভারতে। প্রস্তুতির ব্যবস্থাও করতে হবে। যা এই মুহূর্তে পরিস্থিতির বিচারে ভাবাই যাচ্ছে না। তুলনায় কোভিড-১৯ সে ভাবে ছড়ায়নি সংযুক্ত আরব আমিরশাহিতে। মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশোর কম। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারও নয়। তার মধ্যে সেরে উঠেছেন প্রায় ৪৯ হাজার।

আরও পড়ুনঃ কোয়েস থেকে পাকাপাকি মুক্ত ইস্টবেঙ্গল, স্পনসর আসা কেবল সময়ের অপেক্ষা

অন্যদিকে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষের বেশি। মারা গিয়েছেন ২৬ হাজারের বেশি। তাছাড়া, দুবাই, আবু ধাবি ও শারজা, এই তিন ভেন্যুতে আইপিএল আয়োজন করা তুলনায় অনেক সহজ। বিদেশিদের পক্ষে আসাও সহজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here