নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ লকডাউনের পর আইপিএল বিদেশের মাঠে। সেটাও আবার দর্শকশূন্য স্টেডিয়ামে বিসিসিআই কর্তারা আশা করেছিলেন এবার আইপিএলে রেকর্ড টিভি ভিউয়ারশিপ হবে, হলও তাই। উদ্বোধনী ম্যাচেই তৈরি হল বিশ্বরেকর্ড।
ধোনির চেন্নাই বনাম রোহিতের মুম্বই দ্বৈরথ দেখল রেকর্ড সংখ্যক দর্শক। যা টেক্কা দিল ফুটবল বিশ্বকাপকেও। বিসিসিআই সচিব জয় শাহ জানালেন, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের রিপোর্ট বলছে, টিভি এবং অনলাইন প্ল্যাটফর্মে ২০ কোটি মানুষ চেন্নাই-মুম্বই ম্যাচের ম্যাচ দেখেছেন।
আরও পড়ুনঃ বিরাটকে তোষামোদ করতে পারেনি বলেই রায়ডু বাদ, বলছেন জাদেজা
আজ পর্যন্ত বিশ্বের কোনও লিগ বা কোনও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ এত মানুষ দেখেননি। অর্থাৎ আইপিএল ১৩-র প্রথম ম্যাচের ভিউয়ারশিপ হার মানিয়েছে ফুটবল বিশ্বকাপকেও। যেটা দেখার পর বোর্ড কর্তাদের মুখে চওড়া হাসি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584